২১ জুলাইয়ের সভায় জনজোয়ার, ধর্মতলামুখী শয়ে শয়ে বাস, সরগরম মহানগর

২১ জুলাইয়ের সভায় জনজোয়ার, ধর্মতলামুখী শয়ে শয়ে বাস, সরগরম মহানগর

কলকাতা: মহানগরীর প্রাণকেন্দ্র ধর্মতলায় সকাল থেকে জনজোয়ার৷ চারিদিকে কালো মাথার ভিড়৷ উত্তর থেকে দক্ষিণ, জেলা থেকে দলে দলে আসছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ শুক্রবার সকাল থেকেই কলকাতায় রাস্তার ধারে দেখা গেল পর পর দাঁড়িয়ে রয়েছে নীলরঙের সরকারি বাস। তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে সেগুলো রওনা দেবে ধর্মতলায় একুশের মঞ্চের উদ্দেশে৷ জেলা থেকে কর্মীরা আসছেন রেলপথে৷  কেউ আবার নদীপথে৷ রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় কলকাতা পুলিশ। রাস্তায় রাস্তায় যান নিয়ন্ত্রণ চলছে।

২০২৩-এ তৃণমূলের ২১ জুলাইয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ৷ পঞ্চায়েত নির্বাচনের ফল উত্তরেরে হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে শাসক দল৷ দক্ষিণের জেলাগুলিতেও তৃণমূলের জয়জয়কার৷ ফলে এবছর বিপুল জন সমাবেশ প্রত্যাশা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শহর জুড়ে তার প্রস্তুতি চোখে পড়ার মতো। বৃহস্পতিবার বিকেল থেকেই শয়ে শয়ে কর্মী-সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ দূরের জেলা থেকে কর্মী সমর্থকেরা মঙ্গলবার থেকেই শহরে আসতে শুরু করেছিলেন৷ গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কের মতো একাধিক জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিধাননগরের সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও উঠেছেন তৃণমূলের নেতা কর্মীরা।সেখান থেকেই তাঁদের সভাস্থলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে৷ 

২১ জুলাইয়ের সমাবেশের যোগ দিতে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে স্থলপথের পাশাপাশি জলপথেও ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 5 =