২০৫০-এ তিলোত্তমায় জনবিস্ফোরণ!

২০৫০-এ তিলোত্তমায় জনবিস্ফোরণ!

population

কলকাতা: গত কয়েক দশক ধরেই উত্তরোত্তর বাড়ছে জনসংখ্যা৷ এই ট্রেন্ড চলতে থাকলে আগামী কয়েক বছরের ছবি কী হবে? ২০৫০ সালের মধ্যেই কি কলকাতায় হবে জনবিস্ফোরণ? সেই উত্তর অবশ্য জানা নেই৷  তবে পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞরা এখটা হিসাব কষেছেন৷ আর তাতেই মিলেছে জনবিস্ফোরণের ইঙ্গিত৷ সমীক্ষা বলছে, জনসংখ্যার নিরিখে ২০৫০ সালে বিশ্বের মধ্যে পঞ্চম স্থান দখল করে নেবে আমাদের কলকাতা। বর্তমানে মহানরীর বাসিন্দা এক কোটি ৫৩ লক্ষেরও বেশি৷ কলকাতা রয়েছে বিশ্বের ১৭তম স্থানে। সেই হিসাব মিলিয়েই ২০৫০ সালের পরিস্থিতি আন্দাজ করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এই সমীক্ষা রিপোর্টটি তৈরি করেছে ‘দ্য ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস’ (আইইপি) ৷

আইইপির সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালে বিশ্বের সবথেকে জনবহুল শহরগুলির তালিকায় সবার উপরে থাকবে ভারতের দুই শহর- মুম্বই এবং দিল্লি। তখন পৃথিবীর ৭০ শতাংশেরও বেশি মানুষ বসবাস করবে মাত্র ১০টি মেগাসিটিতে৷ সমীক্ষা আরও বলছে, আজ থেকে আড়াই দশক পর আর্থ-সামাজিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। বাড়বে পাহাড়প্রমাণ চাপও। ফলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে যেমন হবে, তেমনই এখন থেকেই দূরদৃষ্টির সঙ্গে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। তবেই সামাল দেওয়া যাবে চাপ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =