অধীর থেকে অখিলেশ-গিরিরাজ, মহুয়া থেকে দিলীপ-চতুর্থ দফার হেভিওয়েট প্রার্থী কারা?

নয়া দিল্লি: দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার লোকসভা ভোটগ্রহণ। সোমবার, ১৩ মে মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্রের পাশাপাশি তেলঙ্গানায় ১৭, অন্ধ্র…

লোকসভা ভোটে হেভিওয়েট প্রার্থী

নয়া দিল্লি: দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার লোকসভা ভোটগ্রহণ। সোমবার, ১৩ মে মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্রের পাশাপাশি তেলঙ্গানায় ১৭, অন্ধ্র প্রদেশে ২৫, উত্তর প্রদেশে ১৩, বিহারে ৫, ঝাড়খণ্ডে ৪, মধ্য প্রদেশে ৮, মহারাষ্ট্রে ১১, ওড়িশায় ৪ ও জম্মু কাশ্মীরের ১টি আসনে ভোট হবে আজ। চতুর্থ দফায় ভোট পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রের মধ্যে রয়েছে- বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর।

চতুর্থ দফার ভোটের রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী৷ চলুন দেখে নেওয়া যাক তাঁরা কারা৷ আজ ভাগ্য পরীক্ষা হবে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর৷ ভাগ্য পরীক্ষা হচ্ছে বঙ্গ বিজেপি’র হেভিওয়েট নেতা দিলীপ ঘোষেরও৷

বহরমপুরে ভোট ময়দান জমে উঠেছে৷ পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের তাস ইউসুফ পাঠান৷ এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নির্মলকুমার সাহা৷ কৃষ্ণনগরে আবার তৃণমূলের মহুয়ার বিরুদ্ধে লড়াই বিজেপি প্রার্থী অমৃতা রায়ের। কৃষ্ণনগর রাজবাড়ির পুত্রবধূ তিনি৷

আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। উপনির্বাচনে জিতেছিলেন তিনি৷ তৃণমূলের এই তারকা প্রার্থীই এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। এক সময় এই কেন্দ্র থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ তিনি এখন তৃণমূলের সদস্য৷

এছাড়াও তেলঙ্গানার হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন ওয়াইসি। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির মাধবী লতা। উত্তর প্রদেশের কনৌজ কেন্দ্র থেকে লড়ছেন অখিলেশ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *