কোচবিহার: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি৷ মনোনয়ন পর্ব থেকেই ঝরছে রক্ত৷ শনিবার ভোটের দিনও তার ব্যতিক্রম ঘটেনি৷ আশান্তির আগুনে পুড়েছে কোচবিহারও৷ সেখানে ৫৩ নম্বর বুথে ভোট হচ্ছে আজ৷ কিন্তু ভোট শুরু হওয়ার ঠিক আগেই বিজেপি প্রার্থীর বাড়ির সামনে পড়ল হুমকি পোস্টার৷
এক নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকার ১৫৬ নম্বর বুথের বিজেপি প্রার্থী রেশমি রাণী দে ভৌমিক। সোমবার সকালে দেখা যায়, তাঁর বাড়ির দরজার সামনে কেউ বা কারা হুমকি পোস্টার রেখে গিয়েছে। সাদা কাগজে লাল কালি দিয়ে তাতে লেখা হয়েছে, ‘‘গেলে গলা কাটা হবে, সাবধান’’। এই হুমকি পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
রেশমির অভিযোগ, এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ৷ যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে৷ এই অশান্তির মধ্যেই সকাল ৯টা পর্যন্ত কোচবিহারে ৮.১৫ শতাংশ ভোট পড়েছে।