ফের মৃত্যু মহারাষ্ট্রে, ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে এই দেশেও। বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে মৃত্যু বেড়ে ৫। এই নিয়ে মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর এসেছে।

c7d908c906029c0548b8860a4991bdb5

নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে এই দেশেও। বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে মৃত্যু বেড়ে ৫। এই নিয়ে মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর এসেছে।

রবিবার দেশ জুড়ে জনতা কারফিউ। করোনা সতর্কতায় গত বৃহস্পতিবার ওই বিশেষ পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ডাকে সারা দেশ জুড়ে সাড়া দিয়েছিল প্রায় সবক্ষেত্রই। এরই মধ্যে করোনার জেরে ভারতে পঞ্চম মৃত্যুর খবর এল। ফের মহারাষ্ট্র। এই নিয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ২। রবিবার মহারাষ্ট্রে ৬৩ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে। এমনিতেই স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। সেখানে এই দেশের ৬০ জন ছাড়াও বিদেশি আক্রান্তের সংখ্যা ৩। আক্রান্তের সংখ্যা ৬৩ জন। 

স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে এই দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। অন্ধ্রপ্রদেশে ৩ জন, ছত্তিশগড়ে ১ জন, দিল্লিতে ২৬ জন, গুজরাটে ১৪ জন, হরিয়ানায় ৩ জন, হিমাচলপ্রদেশে ২ জন, কর্নাটকে ২০ জন, কেরলে ৪৫ জন, মধ্যপ্রদেশে ৪ জন, মহারাষ্ট্রে ৬০ জন, উড়িষ্যায় ২ জন, পন্ডিচেরিতে ১ জন, পাঞ্জাবে ১৩ জন, রাজস্থানে ২২ জন, তামিলনাড়ুতে ৪ জন, তেলঙ্গানায় ১০ জন, চণ্ডীগড়ে ৫ জন, জম্মু ও কাশ্মীরে ৪ জন, লাদাখে ১৩ জন, উত্তরপ্রদেশে ২৪ জন, উত্তরাখণ্ডে ৩ জন এবং পশ্চিমবঙ্গে ৪ জন। সব মিলিয়ে এই দেশে ২৮৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়াও বিদেশি রয়েছেন ৪১ জন। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৩২৪। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দিল্লি (১), কর্নাটক (১), মহারাষ্ট্র (২) ও পাঞ্জাবে (১) মোট ৫ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *