নয়াদিল্লি: রেলে চাকরির দারুণ সুযোগ৷ গার্ড, ক্লার্ক, স্টেশন মাস্টারের মতো একাধিক পদে ২.৫ লক্ষ প্রার্থী নিয়োগ করা হবে৷ এর জন্যে নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে প্রার্থীর সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় রেল।
আরও পড়ুন- ১৪১ দিন ধরে লাগাতার ধর্না, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় হবু শিক্ষকরা
গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিহার এবং উত্তরপ্রদেশ। প্রতিবাদে রেলের বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশের উপর ইটবৃষ্টি করে ক্ষিপ্ত জনতা৷ বিক্ষোভের জেরে এনটিপিসি এবং লেভেল ওয়ান পরীক্ষা স্থগিত করে দেয় রেল। সেইসঙ্গে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। রেল সূত্রে খবর, প্রায় তিন লক্ষ পরামর্শ জমা পড়েছে।
চাকরিপ্রার্থীদের দাবি ছিল, যাঁরা একাধিক ক্যাটেগরিতে আবেদন করেছেন এবং সুযোগ পেয়েছেন, তাঁদের জন্য যেন নির্দিষ্ট একটি ক্যাটেগরি বিবেচনা করে রেল। তাহলে অধিক সংখ্যক প্রার্থী রেলে চাকরির সুযোগ পাবেন। শুধু তাই নয়, চাকরিপ্রার্থীদের দাবি ছিল, শূন্যপদের চেয়ে ২০ গুণ বেশি প্রার্থীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করতে হবে। সেই দাবি পূরণ করা হয়নি। যেখানে শূন্যপদের সংখ্যা ৩৫ হাজারের বেশি, সেখানে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ৩,৬৮,০০০ জনের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রেল মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘আমরা প্রার্থীদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছি। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় প্রায় ৭ লাখ প্রার্থী বসতে পারেন।’ তিনি আরও বলেন, ‘মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নিয়ে ফলাফল প্রকাশের বিষয়ে একমত হয়েছে রেল। চলতি মাসেই সেই ফলাফল প্রকাশ করা হবে।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>