লাফিয়ে দু’ডিগ্রি বাড়ল তাপমাত্রা, ফেব্রুয়ারি মাসে কি আর ফিরবে শীত?

লাফিয়ে দু’ডিগ্রি বাড়ল তাপমাত্রা, ফেব্রুয়ারি মাসে কি আর ফিরবে শীত?

36f87fe43c88813ee92ebca47a94c777

কলকাতা: জানুয়ারি মাস ফুরনোর আগেই কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল শীত৷ ফেব্রুয়ারির শুরুতেও একই হাল৷ কর্পূরের মতো উধাও ঠাণ্ডা। এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে অনেকখানি৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি৷  

আরও পড়ুন- সিআইডি ডিআইজিকে তদন্তভার কেন নয়? প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে৷ তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহবিদরা জানাচ্ছেন, পশ্চিমি ঝঞ্ঝার জেরেই ভরা মাঘে উধাও হয়েছে শীত৷ তাপমাত্রার পারদ চড়ছে রাজ্যে। কমেছে উত্তুরে হাওয়ার দাপটও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলার পশ্চিম প্রান্তে উত্তরপ্রদেশের কাছে এই পশ্চিমি ঝঞ্ঝার অবস্থান। যার জন্যই শীতকালেও উধাও হয়েছে শীতের আমেজ৷ 

তবে, বেশি দিন উষ্ণ আমেজ স্থায়ী হবে না। ঝঞ্ঝা সরলেই নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের অনুমান। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ধীরে ধীরে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটতে শুরু করবে৷ ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে বলেই পূর্বাভাস৷