কলকাতা: মাসের শুরুতেই সুখবর। সস্তা হচ্ছে রান্নার গ্যাস৷ সিলিন্ডার পিছু ১০০ টাকা দাম কমল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। মঙ্গলবার তেল বিক্রয়কারী সংস্থাগুলো ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে। তবে গার্হস্থ্যের হেঁশেলে এখনই কোনও সুখবর নেই৷ কারণ, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম একই রয়েছে৷
গত জুলাই মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে দাম ৭ টাকা বাড়িয়েছিল তেল বিক্রয়কারী সংস্থাগুলি। তবে তার আগে এপ্রিল, মে ও জুন, পর পর তিন মাস দাম কমানো হয়েছিল। অগাস্ট মাসের শুরুতেই ১০০ টাকা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১ অগাস্ট মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে৷ দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমে ১৮০২ টাকা, দিল্লির পাইকারি বাজারে ১৬৮০ টাকা এবং মুম্বই ও চেন্নাইয়ে দাম হয়েছে যথাক্রমে ১৬৪০.৫০ টাকা এবং ১৮৫২.৫০ টাকা।
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার সাধারণত হোটেল, রেস্তোরাঁয় ব্যবহার করা হয়৷ গ্যাসের দাম কমায় কিছুটা হলেও সুবিধা হল ছোট হোটেল ব্যবসায়ীদের৷ তবে গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম একই রয়েছে৷ কলকাতায় বাড়ির রান্নার গ্যাসের দাম ১১২৯ টাকা৷