মাস পড়তেই কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মাস পড়তেই কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

Cooking Gas

নয়াদিল্লি: গৃহস্থের হেঁশেলে স্বস্তি দিয়ে গত মাসেই দাম কমেছিল রান্নার গ্যাসের৷  এ বার দাম কমতে চলেছে বাণিজ্যিক এলপিজি গ্যাস (১৯ কেজি) সিলিন্ডারের৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির একটি সূত্রে খবর, সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা দাম কমতে পারে ১৯ কেজির এলপিজি’র৷ শুক্রবার থেকেই নতুন দামে গ্যাস সিলিন্ডার মিলবে বলেও  ওই সূত্র মারফত জানা গিয়েছে৷ 

আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১৫৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। গত মাসেও হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছিল।  নতুন দাম কার্যকর হলে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম হবে ১,৫২২ টাকা। কলকাতায় আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হবে ১,৬৩৬ টাকা। গতমাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা। পাঁচ রাজ্যের  আসন্ন বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের আগে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের স্বস্তি দিতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও শুক্রবার সকাল পর্যন্ত সরকারের তরফে কিছু জানানো হয়নি৷  রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সূত্রেই এই খবর ছড়িয়ে পড়েছে৷ 

গত মঙ্গলবার গৃহস্থের হেঁশেলে ব্যবহৃত রান্নার গ্যাস-এর দাম কমানো হয়েছিস। উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা কমিয়ে দেওয়া হয়৷  আর রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু কমানো হয় ২০০ টাকা৷ মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর হয় নতুন দাম। নিন্দুকরা অবশ্য বলছেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা ভোটকে পাখির চোখ করেই এই পদক্ষেপ করেছে মোদী সরকার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =