কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট করানোটা এখন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। রাজ্য পুলিশ-প্রশাসনের উপর ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে বলে ইতিমধ্যে কমিশনের কাছে দাবি করেছে বিরোধী দলগুলি। আর তাই বিধানসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও এক দফায় আজ রাজ্যে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাল।
শনিবার দুপুরে প্রথমে ১০ কোম্পানি এবং পরে ৮ কোম্পানি আধাসেনা পৌঁছে গেল রাজ্যে। এদিন প্রথমে পাটনা থেকে বিশেষ ট্রেনে চিৎপুরে নামল সীমা সুরক্ষা বলের ১০ কোম্পানি আধাসেনা এবং পরে অসমের রঙ্গিয়া থেকে রাজ্যে এসে পৌঁছাল ৮ কোম্পানি আধাসেনা। কমিশন সূত্রে জানা গেছে, সীমা সুরক্ষা বলের এই জওয়ানদের উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং বসিরহাটে দুই কোম্পানি করে পাঠানো হবে। পাশাপাশি কলকাতা, বারাসাত, দার্জিলিং ও কালিম্পংয়ে তিন কোম্পানি করে এবং সুন্দরবনের দুই কোম্পানি পাঠানো হবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে।
নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২১-এর বিধানসভা নির্বাচনে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে। সেই কারণেই প্রায় ৮০০ কোম্পানি বাহিনী লাগতে পারে, যার মধ্যে ইতিমধ্যে রাজ্যে পা রেখেছে ১০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একদিকে নির্বাচন কমিশন যেমন কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিকল্পনা করছে, অন্যদিকে তারই মধ্যে রয়েছে কোভিড পরিস্থিতির কথাও। এপ্রিল মে মাসে করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচন হবে রাজ্যে। যে কারণে হেলিকপ্টার ব্যবহার বাড়াতে চায় নির্বাচন কমিশন। পাশাপাশি এয়ার অ্যাম্বুল্যান্স রাখার কথাও প্রাথমিক পরিকল্পনায় উঠে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা হেলিকপ্টার ব্যবহার করেছিলেন।