২৪ ঘণ্টায় ১৫৫ বার কাঁপল জাপান! তছনছ একাধিক শহর, মৃত প্রায় ১৩, চলছে উদ্ধারকাজ

২৪ ঘণ্টায় ১৫৫ বার কাঁপল জাপান! তছনছ একাধিক শহর, মৃত প্রায় ১৩, চলছে উদ্ধারকাজ

টোকিও: বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের কবলে জাপান। ২৪ ঘণ্টায় ১৫৫ বার কাঁপল সূর্যোদয়ের দেশ। ভূমিকম্প ও সুনামির জোড়া ধাক্কায় কার্যত লন্ডভন্ড গোটা টোকিও শহর৷ বিপর্যস্ত জাপানের একাধিক শহর৷ সোমবার প্রথমবার যখন ভূমিকম্প হয়, তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬৷ এর পরেই ধেয়ে আসে সুনামি৷ মঙ্গলবার সকাল পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে ধ্বংসস্তূপ সরালে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। তিনি বলেন, “ভয়ানক ক্ষতি হয়েছে। বহু মানুষ হতাহত হয়েছেন। অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে।”

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৫৫বার আফটার শক অনুভূত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে চলেছে।  রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৭.৬। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা ৬। অন্যান্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *