15 years
কলকাতা: রাস্তায় শুধু গাড়ি চালালেই হয় না৷ এর জন্য করও দিতে হয়৷ সময় মতো ভেহিকেল কর না দিলেই ‘ট্যাক্স ফেল’। আর এই বিষয়টি নিয়েই এখন চিন্তা বাড়ছে রাজ্য সরকারের। কারণ, ১৫ বছর আয়ুর রেখার কাছাকাছি পৌঁছে যাওয়া গাড়ির বকেয়া কর বা রোড ট্যাক্সের পরিমাণ পৌঁছে গিয়েছে আড়াই হাজার কোটি টাকায়। শুধু এটুকুই নয়৷ কর না মেটানোয় অনাদায়ী জরিমানার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি টাকায়।
যে বিপুল সংখ্যক গাড়ি ‘স্ক্র্যাপ’ বা বাতিল করার মুখে, সেগুলি থেকে রাজ্য সরকার পায় প্রায় ৫ হাজার কোটি টাকা। ক্যাগের রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র গাড়ির রোড ট্যাক্স বকেয়া থাকায় ফি বছর বাংলার ক্ষতি হয় প্রায় ৫০০ কোটি টাকা। একেই রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা৷ তার উপর এই বিপুল পরিমাণ ঘাটতি রাজ্য রাজকোষের জন্য অনেক বড় সমস্যা৷ এই সমস্যার হাত থেকে বাঁচতেই নয়া উদ্যোগ নিচ্ছে সরকার৷ গাড়ির কর যাতে কেউ ফাঁকি দিতে না পারে, সেই লক্ষ্যে এবার থেকে নতুন গাড়ি কেনার সময়ই একেবারে ১৫ বছরের রোড ট্যাক্স বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন। অর্থাৎ, ৫ বছরের কর দিয়ে আর নতুন গাড়ি বাড়ির গ্যারাজে আনা যাবে না। ১৫ বছরের কর করায় গন্ডায় গুণে তবেই মিলবে গাড়ি। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই অভিনব নিয়ম চালু করার পাশাপাশি বাণিজ্যিক যানের জন্যেও নয়া বিধি আনছে রাজ্য। এতদি পর্যন্ত মিনি ট্রাক, মিনি ভ্যান, অটো রিকশ, ট্র্যাক্টর ইত্যাদি ছোট বাণিজ্যিক যান কেনার জন্য মাত্র তিন মাসের কর দিতে হত। এবার থেকে ন্যূনতম পাঁচ বছর কর আদায়ের তোড়জোড় শুরু হয়েছে৷ এছাড়া বড় গাড়ির ক্ষেত্রেও রোড ট্যাক্সের নিয়মে বদল আসতে চলেছে৷