ব্রেকিং: করোনা রুখতে আগামী ১৫ দিন ‘ধীরে চলো নীতি’র ঘোষণা ট্রাম্পের

ব্রেকিং: করোনা রুখতে আগামী ১৫ দিন ‘ধীরে চলো নীতি’র ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন:  করোনা রুখতে এবার আগামী ১৫ দিনের জন্য ধীরে চলো নীতির ঘোষণা করল মার্কিন প্রশাসন৷ আজ হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকা করোনার সঙ্গে লড়াই করছে৷ চলছে প্রতিষেধক তৈরির কাজ৷ আমরা, চাই আগামী ১৫ দিন সবাই ধীরে চলো নীতি অনুসরণ করে চলেন৷’’

হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করে দেশজুড়ে বেড়ে চলা মাস্ক, সাবান, সেনিটাইজারের অভাব মেটাতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়ারও ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট৷ জানান, আগামী তিন চার দিনের মধ্যে সেই সমস্ত অভাব পূরণ হয়ে যাবে৷ করোনা প্রতিরোধে মার্কিনবাসীকে গৃহবন্দি থাকাও বার্তা দেন তিনি৷ জানান, আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে৷ আর সেই কারণে আগামী ১৫ দিন ধীরে চলো নীতি আপনাদের অনুসরণ করে চলতে হবে৷ মার্কিন প্রশাসন আপনাদের সমস্ত বিপদে আপদে রক্ষা করবে৷ তবে, বিনাপ্রয়োজনে এখনই বাড়ির বাইরে যাবে না৷

আমেরিকায় করোনা আক্রান্তের পরিসংখ্যানও তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ নজরদারিতে রয়েছেন ৫০ হাজার৷ ৯ হাজারের কাছাকাছি এখনও করোনা আক্রান্ত হয়েছেন৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =