৩০ সেপ্টেম্বর তিন কেন্দ্রে ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

৩০ সেপ্টেম্বর তিন কেন্দ্রে ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা:  আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যে ৩ কেন্দ্রে ভোট৷ ভবানীপুরে উপনির্বাচনের পাশাপাশি ভোট রয়েছে সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে৷ আর ভোট উপলক্ষেই রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এই ১৫ কোম্পানির মধ্যে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি এবং ১ কোম্পানি সিআইএসএফ ও আইটিবিপি-র জওয়ান বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর৷

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা, কী বলছেন চিকিৎসকরা?

 
এদিকে, ভবানীপুরে উপনির্বাচন ঘিরে ক্রমশ বাড়ছে উত্তাপ৷ জোড় কদমে প্রচার শুরু করেছে তৃণমূল ও বিজেপি৷ ভাবনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি’র মুখ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷ নিজের ঘরে তৃণমূল নেত্রীর জয়ের ব্যাপারে পুরোদস্তুর আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাস থাকা ভালো আত্মতুষ্টির জায়গা নেই৷ বিজেপি’কে এক চুল জমিও ছাড়া হবে না৷ 

এদিকে, গতকালই ঢাক ঢোল বাজিয়ে, ধুনুচি নাচ নেচে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ মনোনয়ন দিয়েছেন শ্রীজীব বিশ্বাসও৷ বিধানসভা ভোটে রুদ্রনীলের বিরুদ্ধে ভবানীপুরে প্রায় ৩০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তবে দেখা গিয়েছে  ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ২টিতে লিড পেয়েছিল বিজেপি। ফলে উপনির্বাচনেও লড়াই হবে হাড্ডাহাড্ডি৷

আরও পড়ুন- নিজের কেন্দ্রেই ‘গো ব্যাক’! হ্যাক হল অগ্নিমিত্রার টুইটার অ্যকাউন্ট, নালিশ লালবাজারে

ভবনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতারা৷ অন্যদিকে, গতকাল শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে মনোনয়ন জমা দিয়েছেন প্রিয়াঙ্কা৷ উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ, অর্জুন সিং-এর মতো বিজেপি নেতারা৷ মঙ্গলবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন প্রিয়াঙ্কা৷  বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গোপালনগর মোড়  থেকে প্রচারে নামেন ভবানীপুরের বিজেপি প্রার্থী৷  ফলে ভবানীপুর নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভোট ময়দান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 8 =