প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ১৩ জনই বেকার! খোদ সরকারি সমীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ১৩ জনই বেকার! খোদ সরকারি সমীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

graduates

কলকাতা:  সংসদে স্মোক বোমা হামলার পর থেকেই বেকারত্বের প্রশ্নে উত্তপ্ত দেশ৷ সেই আগুনেই ঘি ঢালল সরকারি সমীক্ষা৷ যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ কী এমন তথ্য সামনে উঠে এসেছে সমীক্ষায়? সরকারি সমীক্ষায় জানা গিয়েছে, দেশে প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে প্রায় ১৩ জন বেকার।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক গত বছর জুলাই মাস থেকে চলতি বছর জুন মাস পর্যন্ত একটি সমীক্ষা চালায়৷ সেই সমীক্ষা রিপোর্ট বলছে, আমাদের দেশে স্নাতকদের মধ্যে বেকারত্বের হার ১৩.৪%। আগের বছর সমসাময়ি সময়ের প্রায় ১৫% (১৪.৯%) থেকে কিছুটা কম। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্বের হার  ১০% পেরিয়ে যাওয়া মানেই তা যথেষ্ট উদ্বেগের। দেশে কাজের সুযোগ না থাকা নিয়ে যে বিতর্ক রয়েছে, তা আরও উস্কে দেবে এই পরিসংখ্যান। বিশেষত  লোকসভায় রং বোমা হামলাকারী ও সংসদের বাইরে হাঙ্গামায় অভিযুক্তেরা যখন বলছেন, বেকারত্বের হতাশা থেকেই তাঁরা এই কাণ্ড ঘটিয়েছে৷ যদিও সরকারি পরিসংখ্যান উড়িয়ে দিয়েছে খোদ কেন্দ্রের শাসকদল বিজেপিই৷ তাদের দাবি, বর্তমানে ভারতে বেকারত্বের হার মাত্র ৩.২%। যা গত ছ’বছরের মধ্যে সব থেকে কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =