ওমানে তেলের ট্যাঙ্কার উল্টে নিখোঁজ ১৩ ভারতীয় সহ ১৬ জন, চলছে উদ্ধার অভিযান

কলকাতা: ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার ডুবে বিপত্তি। নিখোঁজ ১৬ জন নৌকর্মী নিখোঁজ। যাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং বাকি তিনজন শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে।…

কলকাতা: ওমান উপকূলে তেলের ট্যাঙ্কার ডুবে বিপত্তি। নিখোঁজ ১৬ জন নৌকর্মী নিখোঁজ। যাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং বাকি তিনজন শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে। তন্নতন্ন করে তল্লাশি চালানো হলেও, এখনও ওই ট্যাঙ্কারের খোঁজ মেলেনি।

সোমবার দুপুরের ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার(এমএসসি) এক্স-এর একটি পোস্ট থেকে খবরটি জানা গিয়েছে। যেখানে বলা হয়েছে, কমোরো-পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার বন্দর শহর ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে দক্ষিণ-পূর্বে ডুবে গিয়েছে। এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে৷ সেই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।