বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন দ্বাদশ শ্রেণির পড়ুয়ার, আহার-উপহারে ভরাল সোহিনী

বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন দ্বাদশ শ্রেণির পড়ুয়ার, আহার-উপহারে ভরাল সোহিনী

 কলকাতা: দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মানবিক মুখ৷ দুঃস্থদের মাঝে নিজের জন্মদিন পালন করলেন অশোকনগর বানীপীঠ বালিকা বিদ্যালয়ের  ছাত্রী সোহিনী দে৷ সোহিনীর মা অনিতা ভদ্র একজন নৃত্য শিল্পী। বাবা-মায়ের অনুরোধে এবছর সে জন্মদিন পালন করল অশোকনগর রবীন্দ্র নিকেতন ভবনে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে সেখানে। কার্যত যাঁদের দেখভালের কেউ নেই, তাদের জন্যেই তৈরি করা হয়েছে এই আবাসন। সেখানেই সোহিনী তার বাবা-মা ও বান্ধবীর সঙ্গে এবং অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন৷ আবাসনের দায়িত্ব থাকা কর্মীদের উপস্থিতিতে কেক কাটে সোহিনী। জন্মদিন উপলক্ষ্যে আবাসিকদের মধ্যাহ্ন ভোজও করায় সোহিনী। সেইসঙ্গে পুজো উপলক্ষে সকলের হাতে নতুন পোষাকও তুলে দেন। এই ভাবে জন্মদিন পালন করতে পেরে বেশ খুশি সে৷ এ কথা বলতে বলতেই চোখে জল চলে আসে তাঁর। সেইসঙ্গে ভবনে থাকা আবাসিকদের আজকের এই অনুষ্ঠানে মনে এবং জীবনে খুশির আমেজ ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 19 =