বাঘের মৃত্যুতে রেকর্ড ২০২১! আরও কমল রয়্যাল বেঙ্গল

বাঘের মৃত্যুতে রেকর্ড ২০২১! আরও কমল রয়্যাল বেঙ্গল

a6822c976a88db8b2e52f0e2f6d63d64

নয়াদিল্লি:  চলতি বছর দেশে মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক বাঘের৷ নানা কারণে মারা গিয়েছে ১২৬টি বাঘ৷ কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ) বৃহস্পতিবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে৷ পরিসংখ্যান বলছে, গত এক দশকে বাঘের বার্ষিক মৃত্যুতে রেকর্ড তৈরি করেছে ২০২১।

আরও পড়ুন-চুম্বন ছাড়া বরমালা নয়! হবু বরের আবদার শুনে কী করলেন কনে?

সরকারি তথ্য-পরিসংখ্যান অনুযায়ী জাতীয় পশুর মৃত্যুর পিছনে একাধিক কারণ রয়েছে৷ চোরাশিকার বাঘ মৃত্যুর অন্যতম কারণ৷ এছাড়াও  সড়ক দুর্ঘটনা, লোকালয়ে ঢুকে পড়ে গণপিটুনিতে মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগের মতো কারণগুলিও রয়েছে। এর মধ্যে চোরাশিকারিদের গুলি, বিষ এবং ফাঁদে পড়ে মৃত্যু হয়েছে ৬০টি বাঘের। ২০২১-এর ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। 

২০১২ সাল থেকে ভারতে বাঘের সংখ্যা এবং মৃত্যু সংক্রান্ত বার্ষিক রিপোর্ট প্রকাশ করছে ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’। সেই পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে ভারতে ১২১টি বাঘের মৃত্যু হয়েছিল। ২০২১-এর আগে পর্যন্ত সেটাই ছিল বাঘের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। চলতে বছর সেই রেকর্ডও ভেঙে গেল৷ রাজ্যের ভিত্তিতে ২০২১ সালে বাঘের মৃত্যুতে শীর্ষে রয়েছে ‘টাইগার স্টেট’ মধ্যপ্রদেশ। গোটা বছরে ওই রাজ্য মৃত্যু হয়েছে ৪১টি বাঘের। এ ছাড়া মহারাষ্ট্রে ২৫টি, কর্নাটকে ১৫টি এবং উত্তরপ্রদেশে ৯টি বাঘের মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *