পঞ্চায়েত ভোটের ডিউটিতে ১২ হাজার পুলিশকর্মী, কলকাতার নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ে বাড়ছে উদ্বেগ

পঞ্চায়েত ভোটের ডিউটিতে ১২ হাজার পুলিশকর্মী, কলকাতার নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ে বাড়ছে উদ্বেগ

cbcbdbdff8bacaf41db1f27760b3c113

কলকাতা: হাতে আর মাত্র একদিন৷ তার পরেই গ্রাম বাংলায় পঞ্চায়েত ভোট৷ এতবড় কর্মযজ্ঞ সামাল দিতে কলকাতা পুলিশের একটি বড় অংশকে পাঠানো হচ্ছে জেলায়৷ এত বিপুল সংখ্যক পুলিশ জেলায় চলে গেলে আগামী ক’দিন শহরের নিরাপত্তায় ফাঁক তৈরি হবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের কাজে প্রায় অর্ধেক বাহিনী জেলায় চলে গেলে দিন চার কলকাতার রাস্তা কার্যত পুলিশশূন্য থাকবে বলে আশঙ্কা রয়েছে। যদিও লালবাজারের তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, পরিস্থিতি সামলানো হবে৷ তবে নজরদারিতে ফাঁকফোরড় থেকে যাওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণেও এর প্রভাব পড়বে কি না, সেই প্রশ্নও থাকছে।

রাজ্য নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত ভোটে ১২ হাজার পুলিশকর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। বুধবার থেকেই পুলিশ কর্মীরা বিভিন্ন জেলায় পৌঁছতে শুরু করেছেন। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের ১০ হাজার কনস্টেবলের পাশাপাশি এসআই ও সার্জেন্ট মিলিয়ে ৫০০ জন এবং ১৫০০ জন এএসআই-কে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। ভোটপর্ব মিটিয়ে তাঁদের ফিরতে ফিরতে চার দিনেরও বেশি সময় লেগে যাবে। ফলে এই ক’দিন শহরের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে। থানা ও ট্র্যাফিক গার্ড তো বটেই, গোয়েন্দা বিভাগ থেকেও পুলিশকর্মীদের একাংশকে ভোটের কাজে নিয়োগ করায় কাজ চালানো নিয়েই প্রশ্ন উঠেছে৷ কোনও কোনও থানা থেকে অর্ধেকেরও বেশি কর্মী তুলে নেওয়া হচ্ছে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *