স্বামীরা জীবিত থাকলেও ১০ মাস ধরে নিচ্ছেন বিধবা ভাতা! ১২ সধবার নামে FIR বিডিও-র

স্বামীরা জীবিত থাকলেও ১০ মাস ধরে নিচ্ছেন বিধবা ভাতা! ১২ সধবার নামে FIR বিডিও-র

12 women

রাঁচি: স্বামীরা সকলেই আছে বহাল তবিয়তে। কিন্তু নিজেদের বিধবা বলে জানালেন স্ত্রীরা! কিন্তু কেন? আসলে তাঁদের লক্ষ্য ছিল বিধবা ভাতা৷ সেই লক্ষ্যেই স্বামী থেকেও তাঁরা বিধবা৷ ভুল তথ্য দিয়েই কেউ গত বছরের জুন মাস থেকে, কেউ আবার জানুয়ারি থেকে বিধবা ভাতা নিচ্ছেন। এমনই ভয়ঙ্কর অভিযোগ তুলে ১২ জন মহিলার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন বিডিও। ঘটনাটি ঝাড়খণ্ডের সিমডেগার৷ তদন্ত শুরু করেছে পুলিশ। 

অবৈধ ভাবে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার ঘটনা নতুন নয়৷ এর আগেও বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে৷ এবার ঝাড়খণ্ডে ধরা পড়ল ভুয়ো উপভোক্তা৷ এই বিষয়ে বিডিও পঙ্কজ কুমার বলেন, অনেক দিন ধরেই ওই ১২ জন  মহিলা অনৈতিক ভাবে সরকারি ভাতা নিচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশের কাছে অভিযুক্তদের নাম উল্লেখ করে বিডিও৷ তাঁর দাবি, ‘‘গত ৮-১০ মাস ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছিলেন ওই ১২ জন সধবা। প্রশাসনের তরফে নতুন অডিট হওয়ার সময়ই এই ঘটনাটা যানা যায়। ওই মহিলারা নথি নকল করে অথবা ভুয়ো তথ্য দিয়ে এই কাজ করেছেন।’’ 

কিন্তু, কী ভাবে এতগুলি মাস ধরে সরকারি ভাতা পেয়ে গেলেন ভুয়ো উপভোক্তারা? এ বিষয়ে প্রশাসন নিশ্চুপ। বিডিও শুধু বলেন, ‘‘কী ভাবে কোনও তথ্য ছাড়া ওই মহিলারা বিধবা ভাতার টাকা তুললেন, সেটা সত্যই রহস্যের।’’ তবে কি প্রশাসনের অন্দরেই দুর্নীতি হয়েছে? গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =