কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা৷ মিলেছে ৫.০৮ কোটির সোনা৷ এছাড়াও বেনামে ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ ও অর্পিতার৷ অর্থাৎ সব মিলিয়ে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল এনফোর্সমেন্ট ডেরেক্টরেট (ইডি)৷
আরও পড়ুন- অভিষেককে নিয়ে শুভেন্দুর ব্যক্তিগত আক্রমণ বাংলার সংস্কৃতি বিরুদ্ধ, ফুঁসে উঠল তৃণমূল
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় আজ সোমবার চার্জশিট পেশ করতে চলেছে ইডি৷ সেই চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের৷ পাশাপাশি চার্জশিটে এই অগাধ সম্পত্তির খতিয়ান উল্লেখ করা হবে বলেই মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও অর্পিতার নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে গোড়াতে জানিয়েছিল তদন্তকারী সংস্থা। শুরুতেই তদন্তকারী অফিসাররা জানিয়েছিলেন, পেঁয়াজের খোসা ছাড়ালে আরও সম্পত্তির হদিস পাওয়া যাবে।
গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ২৩ তারিখ তাঁকে গ্রেফতার করা হয়৷ এর ঠিক ৫৮ দিনের মাথায় আজ ইডি-র স্পেশাল কোর্টে চার্জশিট জমা দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ চার্জশিটের কপির সঙ্গে পেশ করা হবে একাধিক তথ্য-প্রমাণও৷ এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময়েই তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২২ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷ তাঁকে গ্রেফতারের পর বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২৮ কোটি টাকা উদ্ধার করা হয়৷ সব মিলিয়ে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ, প্রচুর সোনাদান ও বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় গোয়ান্দারা৷
এটাই পার্থ-অর্পিতার খাজানার শেষ ছিল না৷ তদন্ত যত এগিয়েছে, ততই মিলেছে একের পর এক সম্পত্তির হদিশ৷ শান্তিনিকেতনে খোঁজ মিলছে ‘অপা’ নামক একটি বাড়ির৷ যার মালিক অর্পিত৷ হদিশ মিলেছে অর্পিতার একাধিক জীবনবীমার৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রতিটি জীবন বিমার নথিতেই নমিনি হিসাবে উল্লেখ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ পার্থ-অর্পিতার নামে যৌথভাবে একাধিক সম্পত্তি রয়েছে বলেও দাবি ইডি-র।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>