রোম: করোনা ভাইরাস কোভিড ১৯ নিয়ে যখন গবেষকরা একের পর এক সতর্কবার্তা দিচ্ছেন, তখন এমনও শোনা গেছে, বয়স্কদের ক্ষেত্রে করোনার প্রভাব সবচেয়ে বেশি। এদিকে ১০১ বছরের এক ব্যক্তি সুস্থ হলেন করোনার সংক্রমণ থেকে। ঘটনাটি ঘটেছে ইতালিতে।
গোটা বিশ্বের কাছে ত্রাস করোনা। আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লক্ষ। মৃত্যু হয়েছে ২৪ হাজারেরও বেশি। পরিসংখ্যান বলছে, কোভিড ১৯-এর জেরে আক্রান্ত ও মৃতদের মধ্যে বয়স্করাই রয়েছে সিংহভাগ। এই পরিস্থিতিতে ইতালির রিমিনির বাসিন্দা ১০১ বছরের এক শতায়ু করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক সপ্তাহ আগেই ধরা পড়ে মিস্টার পি নামে ওই ব্যক্তির শরীরে। রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি বলেন, মিস্টার পি-এর জন্ম ১৯১৯ সালে। সাতদিন আগেই করোনা পজিটিভ হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। লিসি আরও বলেন, '১০০ বছরের ওপরে যাঁর বয়স, তাঁর মৃত্যু আমাদের মনে আশার সঞ্চার করেছে।' পাশাপাশি তাঁর সুস্থতা এও প্রমাণ করল যে, ১০০ বছর বয়সে দাঁড়িয়েও কারও ভবিষ্যৎ নিশ্চিত নয়। গত বুধবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ওই ব্যক্তি। লিসি বলেন, 'কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন শুধু দুঃখের খবর পাই। রোজ মৃত্যুর ঘটনা। বেড়েই চলেছে। দেখা গেছে, কোভিড ১৯ বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণ করেছে বয়স্কদের। কিন্তু এই ব্যক্তি সুস্থ হলেন। মিস্টার পি সুস্থ হলেন।'
চলতি মাস থেকেই ইতালিতে করোনার জেরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ৮০ হাজারের ওপর আক্রান্তের সংখ্যা সেই দেশে। ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতেই। আক্রান্তের দিক থেকে তালিকার ওপরের দিকে রয়েছে আমেরিকা। ৮৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত সেই দেশে। গোটা বিশ্বে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, বয়স্কদের সংখ্যাই এর মধ্যে বেশি। এদিক থেকে ইতালির মিস্টার পি-এর সুস্থ হয়ে ফিরে আসা বেনজির ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।