পেনিস্টকে ১০ গুণ বেশি রিটার্ন? ৪ টাকাতেই বড়লোক!

পেনিস্টকে ১০ গুণ বেশি রিটার্ন? ৪ টাকাতেই বড়লোক!

3 stocks recomended

penny stocks

মাত্র ৪ বছরের মধ্যেই এই শেয়ারের দাম ৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৯ টাকা। দাম বেড়েছে এক, দুই নয়। প্রায় ১০ গুণ বেশি। এক বছরের মধ্যেই বিপুল রিটার্ন এসেছে এই পেনিস্টক থেকে। সংস্থার নাম IFCI। 

২০২০ সালে এই সংস্থার একেকটি শেয়ারের দাম যেখানে ছিল ৪ টাকা, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এর দাম হয়েছে ৪৫.৩০ টাকা। ২০২০ সালের মার্চ মাসে কেউ যদি এতে ১০ হাজার টাকা বিনিয়োগ করে রাখতেন, তাহলে তা আজকের দিনে দাঁড়িয়ে হত ৯৭,৫০০ টাকা। ২০২৪ সালের শুরু থেকে এই সংস্থার শেয়ারের দাম ৩৪ শতাংশ বেড়েছে। গত এক বছরে এই সংস্থার শেয়ারের দাম ২৭৮ শতাংশ বেড়েছে। IFCI এর স্টকের দাম এখন ৪৫ টাকার আশেপাশে ট্রেড করছে। শুধুমাত্র এই বছর ফেব্রুয়ারি মাসেই এই শেয়ারের দাম বেড়েছে ১৯.২৬ শতাংশ। 

এই সংস্থা রিনিউয়েবল এনার্জি, টেলিকম রোড, অয়েল অ্যান্ড গ্যাস, জাহাজ বন্দর ও বিমানবন্দর ইত্যাদিতে আর্থিক লেনদেনে সাহায্য করে এই সংস্থা, ব্যবসায়িক ঋণও দিয়ে থাকে IFCI। তবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে মনে রাখবেন, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।