মহারাষ্ট্রের হাসপাতালে বিধ্বংসী আগুন, ICU-তে থাকা ১০ করোনা রোগীর মৃত্যু

মহারাষ্ট্রের হাসপাতালে বিধ্বংসী আগুন, ICU-তে থাকা ১০ করোনা রোগীর মৃত্যু

মুম্বই: মহারাষ্ট্রের আহমেদনগরে সিভিল হাসপাতালে  ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’-এ বিধ্বংসী আগুন৷ দগ্ধ হয়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জন কোভিড আক্রান্ত রোগীর৷ আহত কমপক্ষে ৭৷ 

আরও পড়ুন- বেশিরভাগ ‘অ-বিজেপি’ রাজ্যই ভ্যাট কমায়নি জ্বালানিতে! তালিকা প্রকাশ কেন্দ্রের

শনিবার ভোরে বাণিজ্যনগরী মুম্বই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই ওই অগ্নিকাণ্ড। নাসিক রিজিয়নে রাজ্য স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর পিবি গান্ডেল বলেন, আহত সাত রোগীর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ বাকি পাঁচ রোগীর অবস্থা স্থিতিশীল৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আহমেদাবাদ সিভিল হাসপাতালে আইসিইউ-র দুটি ভাগ রয়েছে৷ প্রথমটি দ্বিতলে এবং দ্বিতীয়টি রয়েছে এক তলায়৷ শনিবার ভোরে এক তলার আইসিইউ-তে আগুন লেগে যায়৷ এই ১৭ জন রোগীই এক তলার আইসিইউ-তে ভর্তি ছিলেন৷

প্রবল ধোঁয়ার শ্বাসরোধ হয়েই আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মী। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনার গভীর তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি৷ 

উল্লেখ্য, গত এপ্রিল মাসে  মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে গিয়েছিল। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =