কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার৷ আদালতের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া৷ নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার ঘটনায় যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে শাসকদল তৃণমূল অন্দরে৷ ভোটের আগে বাংলার কর্মসংস্থান যাতে বিরোধীদের হাতে যাতে নতুন কোনও অস্ত্র তুলে না দেয়, তা নিশ্চিত করতে এবার কর্মসংস্থানের তথ্য দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেন, বাংলায় কিছু না হলেও এক কোটি কর্মসংস্থান হয়েছে৷ আগামী দিনে আরও কর্মসংস্থান হবে বলে আশাবাদী সৌগত রায়৷ জানিয়েছেন, বিজেপির কিছু লোক দাবি করেন বাংলায় কর্মসংস্থানের কী অবস্থা, সংবাদমাধ্যম ইতিবাচক কিছু না দেখিয়ে নেতিবাচক বিষয়গুলি তুলে ধরেন বলেও কটাক্ষ করেছেন সৌগতবাবু৷
সাংবাদিক বৈঠক করে সৌগত রায় বলেন, বাংলা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, বিজেপির লোকেরা জিজ্ঞাসা করেন, বাংলায় চাকরির অবস্থা কি হয়েছে? আমি জানতে চাই, ২০১০ সাল থেকে তথ্য প্রযুক্ত ক্ষেত্রে ১৩৩ শতাংশ বৃদ্ধি হয়েছে৷ ২০১০ সালে ৫০০টি তথ্যপ্রযুক্তি কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে৷ এখন তা ১৫০০-র বেশি৷ এছাড়াও তথ্যপ্রযুক্তি সংস্থা পশ্চিমবঙ্গে আসছে৷ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে৷৯ হাজার নতুন কর্মসংস্থান হবে৷ এরপর একের পর এক তথ্য পরিসংখ্যান দেন তৃণমূল সাংসদ৷ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে৷ তাজপুর বন্দর তৈরি হচ্ছে তাতে৷ ২৫ হাজার কর্মসংস্থান হবে৷ ভারতে বেকারত্ব এখন ২৪ শতাংশ, বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমে গিয়েছে৷