কলকাতা: রাজ্য সরকারকে মেডিক্যাল পড়ুয়াদের ৬ মাসের ডিপ্লোমা কোর্স শুরু না করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ গত সপ্তাহে কেন্দ্র হাইকোর্টকে জানিয়েছিল এই কোর্সের অনুমতি তারা দেয়নি রাজ্যকে। তাই এমবিবিএস পড়ুয়াদের জন্য মৌলিক অ্যালডোমিনো-পেলভিক আলট্রাসোনোগ্রাফি কোর্সের প্রশিক্ষণ আপাতত বন্ধই থাকছে।
মেডিক্যাল পড়ুয়ারা দাবি করেছিলেন, এই কোর্স এমবিবিএস উত্তীর্ণদের জন্য তিন বছরের স্পেশাল ডিপ্লোমা ডিগ্রি, যা তাদের স্নাতকোত্তর ডিগ্রির মান ছিনিয়ে নেবে। এই মামলার শুনানিতে হাইকোর্টের তরফে বিচারপতি শম্পা সরকার বলেছেন, রেডিওলজি একটি বিস্তৃত বিষয়। সেক্ষেত্রে এই ৬ মাসের শংসাপত্র ভিত্তিক প্রশিক্ষণ কোর্স কখনওই এমডি ডিগ্রির সমতুল হতে পারে না।
ইতিমধ্যেই একাধিক আবেদনকারীরা এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোর্স ফি জমা দিয়েছে। সেক্ষেত্রে রাজ্যকে ওই টাকা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখার নিদান দিয়েছে হাইকোর্ট। আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির কথা ঘোষণা করেছে হাইকোর্ট।