করোনা আবহে বকেয়া স্কুল-ফি মকুব ঘোষণা স্কুল কর্তৃপক্ষের

করোনা প্রবাহে রাজ্য তথা দেশের স্কুল কলেজের গেটে তালা ঝুলেছে। শুরু হয়েছে অনলাইন ক্লাস। এই অবস্থায় যখন রাজ্যের একাধিক স্কুল কলেজে বকেয়া বেতন ও পরীক্ষার ফি নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে, সেখানেই আর্থিক মন্দার হাত থেকে বাঁচাতে ছাত্র পরিবারের পাশে দাঁড়িয়েছে এম পি বিড়লা স্কুল কর্তৃপক্ষ।

 

নিজস্ব প্রতিবেদন: করোনা আবাহে রাজ্য তথা দেশের স্কুল কলেজের গেটে তালা ঝুলেছে। শুরু হয়েছে অনলাইন ক্লাস। এই অবস্থায় যখন রাজ্যের একাধিক স্কুল কলেজে বকেয়া বেতন ও পরীক্ষার ফি নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে, সেখানেই আর্থিক মন্দার হাত থেকে বাঁচাতে পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এমপি বিড়লা স্কুল কর্তৃপক্ষ৷

গত ৫ এপ্রিল থেকে ওই স্কুলে অন্যান্য স্কুলের মতোই টানা অনলাইন ক্লাস চলছে। কর্তৃপক্ষ হিসাব করে দেখেছে, পড়ুয়াদের অনেকেরই বেতন বাকি রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে গত ডিসেম্বর মাস থেকে বকেয়া বাকি রয়েছে অনেকের৷ স্কুলের ৩০৫০ জন ছাত্রের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কর্তৃপক্ষ জানতে পেরেছে, অভিভাবকদের একাংশ হঠাৎ বেকার হয়ে পড়েছেন করোনার জেরে। আবার কারও ক্ষেত্রে ট্রাভেলিং এজেন্সির ব্যবসা বন্ধ প্রায় হয়ে গিয়েছে।

এই অবস্থায় ছাত্রদের অনলাইন ক্লাস বন্ধ না করার জন্য অনুরোধ করেছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি ১৬০ জন ছাত্রের বকেয়া বেতনের ৪০ থেকে ৫০ শতাংশ টাকা মকুব করা হয়েছে স্কুলের তরফে। এরপরেও দেখা গিয়েছে, ২৫ জন ছাত্র পরিবার তাদের বকেয়া দিতে পারেনি। কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারেন ওই ২৫ টি পরিবার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন চালাচ্ছে। তাই কর্তৃপক্ষ তাঁদের ডিসেম্বর থেকে বকেয়া বেতনের পুরো অঙ্কই মকুব করে দিয়েছেন। পাশাপাশি ৯ জন ছাত্রের পরিবারকে চাল ও মুদির সামগ্রি দিয়ে স্কুল পাশে তাঁদের দাঁড়িয়েছে। কোন ছাত্রের বেতন বাড়ানো হয়নি। কয়েকদিন আগেই ওই স্কুলে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হয় অনলাইনে। সময়ে ফলাফল জানানোর আশ্বাস দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ তরফে। ক্লাস না হলেও নিয়মিত স্কুল ভবন স্যানিটাইজিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =