ইঞ্জিনিয়ারিং পড়তে লাগবে না বিজ্ঞান! নয়া নির্দেশিকা সর্বভারতীয় কাউন্সিলের

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন জানিয়েছে পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও পড়া যাবে ইঞ্জিনিয়ারিং

নয়াদিল্লি: ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষায় এখন আর প্রয়োজন হবে না বিজ্ঞান পাঠের, এমনই অদ্ভুত নির্দেশিকা জারি করল সর্বভারতীয় প্রযুক্তি বিদ্যার কাউন্সিল এআইসিটিই (AICTE)। ভারতীয় শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত যে সমস্ত পড়ুয়ারা বড় হয়ে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চায়, এযাবৎ বিজ্ঞান নিয়ে উচ্চ শিক্ষাস্তরে পড়াশোনা করাই ছিল তাঁদের জন্য একমাত্র উপায়। কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মাধ্যমিক পরবর্তী স্তরে বিজ্ঞান বিভাগে পড়াশোনা বাধ্যতামূলক নয়।

সম্প্রতি একটি টেকনিক্যাল এডুকেশন রেগুলেটর জারি করেছে এআইসিটিই। স্কুল স্তরের উচ্চশিক্ষার পর কেরিয়ার অনুযায়ী পড়াশোনার রাস্তা বেছে নেওয়ার ক্ষেত্রে প্রচলিত নিয়মাবলীর কিছু পরিবর্তন করার কথা বলা হয়েছে ওই রেগুলেটরে। সেই রেগুলেটর অনুযায়ী, একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আর পদার্থবিজ্ঞান, জীব বিজ্ঞান অথবা রসায়নের মতো বিষয়গুলো পড়া বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। অর্থাৎ, যাঁরা বিজ্ঞান বিভাগের এই সমস্ত বিষয় নিয়ে দশম শ্রেণীর পর পড়াশোনা করবে না, তাঁরাও সুযোগ পাবে কারিগরি বিদ্যা শিক্ষার।

স্কুলের গণ্ডি পর করে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং কোর্স বি. ই বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কিংবা বি. টেক বা ব্যাচেলর অফ টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞানের উক্ত তিনটি বিষয়ে পড়াশোনার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষা মহলে। এআইসিটিই-র সাম্প্রতিক অ্যাপ্রুভাল প্রসেস হ্যান্ডবুক ২০২০-২১ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পড়ুয়াদের স্কুল স্তরে নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো তিনটি থাকলেই হবে- পদার্থবিজ্ঞান, অঙ্ক, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফর্মেশন, টেকনোলজি , ইনফরমেটিক্স প্র্যাকটিস, বায়োলজি, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, কৃষিবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ এবং এন্টারপ্রিনিয়রশিপ। অর্থাৎ, এবার থেকে পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ছাত্র ছাত্রী ছাড়াও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দেওয়া হবে বাকিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =