রোনাল্ডোর হ্যাটট্রিক দেখে এ কী করলেন জর্জিনা? দেখুন ভিডিও

তিনি মাঠে নেমে কখন কী করবেন তা বোঝা মুশকিল। মঙ্গলবারই যেমন দুরন্ত একটা স্পেল, একটা হ্যাটট্রিক চোখে লেগে থাকবে অনেকদিন। তাঁর হ্যাটট্রিকে Atletico Madrid-কে ০-৩ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল Juventus। দুই ম্যাচ মিলে জুভেন্টাসের পক্ষে ফল দাড়াল ৩-২। আর তাঁর এই সাফল্যে কেঁদে ফেললেন Cristiano Ronaldo-র বান্ধবী Georgina Rodriguez। এর পর তিনি

রোনাল্ডোর হ্যাটট্রিক দেখে এ কী করলেন জর্জিনা? দেখুন ভিডিও

তিনি মাঠে নেমে কখন কী করবেন তা বোঝা মুশকিল। মঙ্গলবারই যেমন দুরন্ত একটা স্পেল, একটা হ্যাটট্রিক চোখে লেগে থাকবে অনেকদিন। তাঁর হ্যাটট্রিকে Atletico Madrid-কে ০-৩ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল Juventus। দুই ম্যাচ মিলে জুভেন্টাসের পক্ষে ফল দাড়াল ৩-২। আর তাঁর এই সাফল্যে কেঁদে ফেললেন Cristiano Ronaldo-র বান্ধবী Georgina Rodriguez।

এর পর তিনি ইনস্টাগ্রামে রোনাল্ডোর ছোটবেলার একটি ছবি দিয়ে মন ছুয়ে যাওয়া পোস্ট করলেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘‘এই ৩-০ তোমার থেকে কেউ চুরি করে নিতে পারবে না। এটা তোমার প্রাপ্য। আজ রাতের তিন গোলের জন্য নয়। তোমার প্রাপ্য তোমার মনসংযোগের জন্য, তার জন্যই তুমি আজ এখানে। দলের সতীর্থ, কোচ এবং সবার জন্য তুমি উদাহরণ। ভগবান জানে, ভগবান তোমাকে এটা দিয়েছে, কারণ বিশ্ব ফুটবল তোমার। আমরা তোমাকে ভালবাসি। ক্রিস্টিয়ানো, মাতেয়ো, এভা, আলানা, জর্জিয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =