নয়াদিল্লি: আরও একবার ভারতের মাটিতে ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে। ২০২০ সালের অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। আয়োজক দেশ হিসাবে ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগও পাবে ভারত৷ এর আগে সফলভাবে অূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপের আসর বসে ভারতে।
সেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয় কলকাতার যুবভারতী স্টেডিয়ামে। এবার মহিলাদের বিশ্বকাপ নিয়ে শুরু হলো তোড়জোড়। পছন্দের পাঁচ স্টেডিয়ামের তালিকা ইতিমধ্যেই ফিফার কাছে পাঠিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফের সেই তালিকা অনুয়ায়ী এবার ভেন্যু পরিদর্শন সেরে নিচ্ছেন ফিফার আধিকারিক ও লোকাল অর্গানাইজিং কমিটির সদস্যরা।
জানা গিয়েছে, ভুবনেশ্বর, গোয়া, আমেদাবাদ, কলকাতা ও মুম্বাইয়ে হতে পারে বিশ্বকাপ। চার স্টেডিয়ামে হবে ১৬ দলের বিশ্বকাপ। সেক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের পছন্দের পাঁচ স্টেডিয়ামের মধ্যে চার স্টেডিয়ামকে বেছে নেবে ফিফা।