দায়িত্ব নিতেই ভারতীয় ফুটবল দলের বড়সড় পরিবর্তন ঘটালেন স্টিমিচ

নয়াদিল্লি: ভারতীয় ফুটবল দলের হাই প্রোফাইল কোচ ইগর স্টিমিচ দায়িত্ব নিয়েই বলেছিলেন তিনি একটু আলাদা। ভারতকে আগামিদিনে ফুটবলের সুপার পাওয়ার বানাতে তিনি তৃণমূল স্তর থেকেই কাজ শুরু করতে চান। আপাতত তাঁর লক্ষ্য থাইল্যান্ডে আয়োজিত কিংস কাপ, যা চলবে ৫ থেকে ৮ জুন। সেই উপলক্ষ্যে গত ২১ মে থেকে ৩৭ জন ফুটবলার নিয়ে প্রস্তুতি শিবির করছিলেন

দায়িত্ব নিতেই ভারতীয় ফুটবল দলের বড়সড় পরিবর্তন ঘটালেন স্টিমিচ

নয়াদিল্লি: ভারতীয় ফুটবল দলের হাই প্রোফাইল কোচ ইগর স্টিমিচ দায়িত্ব নিয়েই বলেছিলেন তিনি একটু আলাদা। ভারতকে আগামিদিনে ফুটবলের সুপার পাওয়ার বানাতে তিনি তৃণমূল স্তর থেকেই কাজ শুরু করতে চান। আপাতত তাঁর লক্ষ্য থাইল্যান্ডে আয়োজিত কিংস কাপ, যা চলবে ৫ থেকে ৮ জুন। সেই উপলক্ষ্যে গত ২১ মে থেকে ৩৭ জন ফুটবলার নিয়ে প্রস্তুতি শিবির করছিলেন দিল্লিতে।

সোমবার সেই দল থেকে ৬ জনকে বাদ দিলেন ভারতীয় কোচ। তিনি জানিয়েছেন, যারা বাদ গিয়েছেন, তাদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। তাদের জন্য অনুশীলনের নির্দিষ্ট চার্ট করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্টিমিচ। বাকি ৩১ জনের মধ্যে থেকে ২৩ জনকে নিয়েই কিংস কাপ খেলতে যাবেন তিনি। তরুণ ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বসিত প্রশংসা করে স্টিমিচ বলেন, আমি খুব খুশি ফুটবলারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দেখে। আমরা প্রথম পর্যায়ের অনুশীলণ শেষ করলাম, বাকিরা খুব ভালো করছে।’ থাইল্যান্ডের কিংস কাপের পরই দিল্লিতে বসছে ইন্টারকন্টিনেন্টাল কাপের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *