আর্জেন্টিনা: প্রায় ৯ মাস পর আবার আর্জেন্টানির জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনার জার্সিতে আর তাকে দেখা যায়নি। চলতি মাসে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন।
সেই দলে আছেন মেসি। আগামি ২২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ২৬ মার্চ তাঞ্জিয়ারে মরক্কোর সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে মেসি শুধু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটায় খেলতে পারেন। মেসিকে নিয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, মেসিকে দলে ডাকা হয়েছে। সে একটি নাকি দুটি ম্যাচ খেলবে, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কোপা আমেরিকার তার আগে মেসির দলে ফেরাটা দেশটির জন্য দারুণ এক সুখবরই।