এবার টিম-বাসেও জায়গা পেলেন না মেসি

লন্ডন: ডোপ টেস্টের জন্য নির্দিষ্ট ঘর থেকে বেরিয়ে ড্রেসিং-রুমে পৌঁছলেন মেসি। কিন্তু মিলল না কোনও সহ-ফুটবলারের দেখা। কোচ আর্নেস্তো ভালভার্দেও নেই সেখানে। এক মুহূর্ত সময় সেখানে ব্যয় না করেই মেসি টানেল দিয়ে সোজা হাঁটা লাগালেন টিমবাসের উদ্দেশ্যে। কিন্তু সেখানেও বিধি বাম। তাঁকে ফেলে রেখেই যা ততক্ষণে পাড়ি দিয়েছে বিমানবন্দরের দিকে। কিছুই তখন আর ভাবতে পারছেন

এবার টিম-বাসেও জায়গা পেলেন না মেসি

লন্ডন: ডোপ টেস্টের জন্য নির্দিষ্ট ঘর থেকে বেরিয়ে ড্রেসিং-রুমে পৌঁছলেন মেসি। কিন্তু মিলল না কোনও সহ-ফুটবলারের দেখা। কোচ আর্নেস্তো ভালভার্দেও নেই সেখানে। এক মুহূর্ত সময় সেখানে ব্যয় না করেই মেসি টানেল দিয়ে সোজা হাঁটা লাগালেন টিমবাসের উদ্দেশ্যে। কিন্তু সেখানেও বিধি বাম।

তাঁকে ফেলে রেখেই যা ততক্ষণে পাড়ি দিয়েছে বিমানবন্দরের দিকে। কিছুই তখন আর ভাবতে পারছেন না লিও। বার্সেলোনার সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। লা মাসিয়া মেসির শিশুশয্যা, ন্যু ক্যাম্প যৌবনের উপবন। সেই বার্সেলোনা টিম বাস তাঁকে ফেলে চলে গেল! পরে লিভারপুল কর্তৃপক্ষ আলাদা গাড়ির ব্যবস্থা করে দেন। তাতে চড়েই বিমানবন্দরে পৌঁছে লুই সুয়ারেজ-জর্ডি আলবাদের সঙ্গে বার্সেলোনার ফেরার ফ্লাইট ধরতে হয় মেসিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =