রোনাল্ডোর হ্যাটট্রিকের দৌলতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল জুভেন্টাস। দুই পর্ব মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাল ৩–২ ব্যবধানে।
মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল জুভেন্টাস। ম্যাচের পাঁচ মিনিটেই চিয়েলিনির গোলে এগিয়ে গেলেও রেফারি গোলটি বাতিল করেন। অ্যাটলেটিকো রক্ষণে টানা চাপ বজায় রাখা জুভেন্টাসকে ২৭ মিনিটে এগিয়ে দেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনাল্ডো দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করেন সিআরসেভেন। ফিলিপে ইনজাঘি ও আলেসান্দ্রো দেল পিয়েরোর পর জুভেন্টাসের জার্সিতে তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে হ্যাটট্রিকের নজির গড়লেন রোনাল্ডো। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে চার গোল হয়ে গেল তাঁর। আর ইউরোপ সেরার প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা ১২৪।