2022 World Cup কি ৪৮ দলের? কী ভাবছে FIFA

2022 World Cup কি ৪৮ দলের? এই নিয়ে প্রশ্নের অন্ত নেই৷ ফিফাও বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তার মধ্যেএ আয়োজক দেশের পরিকাঠানোও তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় দল বাড়ানো কতটা সম্ভব হবে তা নিয়েও সংশয় রয়েছে। সূত্রের খবর জুন মাসে প্যারিসের মিটিংয়ে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ শুক্রবার মিয়ামিতে FIFA কাউন্সিলের মিটিংয়ে ফিফা

2022 World Cup কি ৪৮ দলের? কী ভাবছে FIFA

2022 World Cup কি ৪৮ দলের? এই নিয়ে প্রশ্নের অন্ত নেই৷ ফিফাও বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তার মধ্যেএ আয়োজক দেশের পরিকাঠানোও তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় দল বাড়ানো কতটা সম্ভব হবে তা নিয়েও সংশয় রয়েছে।

সূত্রের খবর জুন মাসে প্যারিসের মিটিংয়ে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ শুক্রবার মিয়ামিতে FIFA কাউন্সিলের মিটিংয়ে ফিফা তাদের রিপোর্ট জমা দেবে, আদৌ কাতার বিশ্বকাপের দল ৩২ থেকে ৪৮ করা সম্ভব হবে কিনা তা নিয়ে। কিন্তু ফাইনাল হবে জুনে৷

এএফপির খবর অনুযায়ী শুক্রবারের আলোচনায় উঠে আসতে পার 2022 Qatar World Cup-এ যদি দল বাড়ানো হয় তা হলে কাতার বর্ডার সংলগ্ন আরও এক-দু’টি দেশকে তা হলে বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হবে৷ তবে এটাও ঠিক, কাতার বর্ডার সংলগ্ন একাধিক দেশ যদি এই বিশ্বকাপ কাতারের সঙ্গে করতে রাজি হয় তা হলেই দলের সংখ্যা বাড়ানো সম্ভব হবে৷ ফিফা বিচার উঠে এসেছে, তিন বছরের মধ্যে বিশ্বকাপের পরিকামো তৈরি করার ক্ষমতা রয়েছে বাহরিন, কুয়েত, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর। তবে বাহরিন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীতে তখনই হতে পারবে যদি কাতারের সঙ্গে সরকারি স্তরে সম্পর্ক ঠিক করা সম্ভব হয়। যা বন্ধ রয়েএছে ২০১৭ থেকে? ৬ জুন প্যারিসের মিটিংয়ের আলোচনার মূল বিষয়ই থাকবে এটা। না হলে ২০২৬-এ আমেরিকা, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে ৪৮ দলের টুর্নামেন্ট করা হবে৷  দল বাড়লে টুর্নামেন্টে ম্যাচ দাঁড়াবে ৬৪-র জায়গায় ৮০ ম্যাচের। ২০২৬-এ উত্তর আমেরিকার বিশ্বকাপের ৬০টি ম্যাচ হবে আমেরিকায়, কানাডা ও মেক্সিকো ১০টি করে ম্যাচ পেয়েছে। একইভাবে কাতার বিশ্বকাপে ৪৮ দল খেললে সবাককি দুই দেশে এ ভাবেই ম্যাচ ভাগ করার পরিকল্পনা রয়েছে ফিফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =