নয়াদিল্লি: দুই ধাপ উঠল ভারতীয় ফুটবল। ফিফার র্যাঙ্কিংয়ে ভারত এখন ১০১ নম্বরে। জানুয়ারিতে এশিয়া কাপের পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেনি সুনীল ছেত্রীর টিম।
ভারতীয় ফুটবল টিমের পয়েন্ট এখন ১২১৯। এশিয়ার দেশগুলির মধ্য ১৮ নম্বর। এশিয়া কাপে তাইল্যান্ডকে ৪-১ গোলে গ্রপ ম্যাচে হারানো ছিল ভারতের সবথেকে বড় জয়। কিন্তু বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহির কাছে পরপ দুটি ম্যাচে হেরে যায় ভারত। বেরিয়ে যায় টুর্নামেন্ট থেকে। তারপর স্টিফেন কনস্টানস্টাইন কোচের দায়িত্ব থেকে সরে যান। ফিফার র্যাঙ্কিংয়ে সবার উপরে বেলজিয়াম। তারপর ফ্রান্স আর ব্রাজিল। এশিয়া কাপ জয়ী কাতার রয়েছে ৫৫ নম্বরে। আরব ৬৭, জাপান ২৬ এবং দক্ষিণ কোরিয়া ৩৭ নম্বরে।