Aajbikel

বিশ্বকাপের যোগ্যতা ছিনিয়ে নিতে কাতারকে রুখে দিল ভারত

দোহা: দুরন্ত ভারত৷ অনবদ্য রণকৌশলে খাতায় কলমে এগিয়ে থাকা কাতারকে কার্যত পর্যদুস্ত করে দিল সুনীল ছেত্রীর নতুন ভারত৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে কাতারকে কাতারের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ শেষ করে এক পয়েন্ট নিয়ে খাতা খুলল ভারতীয় ফুটবল দল৷ মঙ্গলবার এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতীয় ফুটবল দলের লড়াই ছিল সত্যিই দেখার মতো৷ ফিফা তালিকায় ৬২ তম স্থানে থাকা কাতারের
 | 
বিশ্বকাপের যোগ্যতা ছিনিয়ে নিতে কাতারকে রুখে দিল ভারত

দোহা: দুরন্ত ভারত৷ অনবদ্য রণকৌশলে খাতায় কলমে এগিয়ে থাকা কাতারকে কার্যত পর্যদুস্ত করে দিল সুনীল ছেত্রীর নতুন ভারত৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে কাতারকে কাতারের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ শেষ করে এক পয়েন্ট নিয়ে খাতা খুলল ভারতীয় ফুটবল দল৷

মঙ্গলবার এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতীয় ফুটবল দলের লড়াই ছিল সত্যিই দেখার মতো৷ ফিফা তালিকায় ৬২ তম স্থানে থাকা কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এই মুহূর্তে দুটি ম্যাচে এক পয়েন্ট পেয়ে খাতা খুলেছে ১০৩ নম্বরে থাকা ভারত৷ ১০২ ডিগ্রি জ্বর নিয়ে মাঠে নামতে পারেননি সুনীল ছেত্রী৷ মঙ্গলবারের ম্যাচ ছেত্রী থাকলে নিশ্চয়ই কাতারের জালে বল জড়িয়ে ফেলতে পারতেন, প্রত্যাশা ছিল সমর্থকদের৷ এদিন তিনটি পরিবর্তন করতে বাধ্য হন কোচ৷ ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলা কাতারকে কার্যত আটকে দেয় ভারতীয় রক্ষণ৷ দু’দলের একাধিক সুযোগ পেয়েছিল৷ কিন্তু উভয় দলের তত্পরতা একটি গোল হয়নি৷ ফলাফল: ভারত-০, কাতার-০

Around The Web

Trending News

You May like