মাত্র দু’বছরে ২৩ মহিলার শয্যাসঙ্গী মেসি! তুঙ্গে বিতর্ক

ইরান: তাকে দেখতে অবিকল লিওনেল মেসির মতো৷ আর এই মুখের মিলকে কাজে লাগিয়ে মহিলাদের সঙ্গে মিলনে লিপ্ত হলেন নকল মেসি৷ মহিলাদের ফাঁদে ফেলে ইরানের রেজা পারাসতেশের সম্পর্ক গড়াত বিছানায়৷ দু’বছরের মধ্যেই মোট ২৩ জনকে শয্যাসঙ্গী করেছে ফেলেছে নকল মেসি৷ বছর দুই আগে ওই যুবককে তার বাবা মেসির জার্সি উপহার দেন৷ সেই জার্সি পরে সোশাল মিডিয়ায়

মাত্র দু’বছরে ২৩ মহিলার শয্যাসঙ্গী মেসি! তুঙ্গে বিতর্ক

ইরান: তাকে দেখতে অবিকল লিওনেল মেসির মতো৷ আর এই মুখের মিলকে কাজে লাগিয়ে মহিলাদের সঙ্গে মিলনে লিপ্ত হলেন নকল মেসি৷ মহিলাদের ফাঁদে ফেলে ইরানের রেজা পারাসতেশের সম্পর্ক গড়াত বিছানায়৷ দু’বছরের মধ্যেই মোট ২৩ জনকে শয্যাসঙ্গী করেছে ফেলেছে নকল মেসি৷

বছর দুই আগে ওই যুবককে তার বাবা মেসির জার্সি উপহার দেন৷ সেই জার্সি পরে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক৷ ভাইরাল হয় তার ছবি৷ ‘নকল মেসি’ হিসেবে ইরানে বেশ পরিচিতিও হয় তার৷ অভিযোগ, এর পর থেকে নিজের দেশের মহিলাদের ফাঁদে ফেলার কাজ শুরু করে ওই যুবক৷ বার্সা অধিনায়কের মতোই নিজের চুল ও দাড়ি ছাঁটা শুরু করে৷ তবে মেসির ব্যক্তি জীবন কলঙ্কমুক্ত হলেও উল্টো ঘটনা ঘটেছে ‘নকল মেসি’র ক্ষেত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =