Aajbikel

লাগাতার ব্যর্থতা, গৃহযুদ্ধের আগুন জ্বলছে শতবর্ষে ক্লাবে

কলকাতা: শতবর্ষের ইস্টবেঙ্গলে এবার গৃহযুদ্ধের আগুন! পরিস্থিতি মোকাবিলায় আজ কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে কোচের ভূমিকা থেকে করে স্পনসর সংস্থার সঙ্গে প্রাক্তন ক্লাব কর্তাদের দূরত্ব তৈরি হওয়ায় বাড়ছে জটিলতা৷ আজ বৈঠকে বেশ কিছু সমস্যা ব্লাক তাবুতে উঠে আসতে পারে বলে খবর৷ কেননা শতবর্ষের পুরনো এই ক্লাবের কলকাতা লিগের পঞ্চম স্থানে উঠে আসাকে কেন্দ্র করে তৈরি
 | 
লাগাতার ব্যর্থতা, গৃহযুদ্ধের আগুন জ্বলছে শতবর্ষে ক্লাবে

কলকাতা: শতবর্ষের ইস্টবেঙ্গলে এবার গৃহযুদ্ধের আগুন! পরিস্থিতি মোকাবিলায় আজ কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে কোচের ভূমিকা থেকে করে স্পনসর সংস্থার সঙ্গে প্রাক্তন ক্লাব কর্তাদের দূরত্ব তৈরি হওয়ায় বাড়ছে জটিলতা৷ আজ বৈঠকে বেশ কিছু সমস্যা ব্লাক তাবুতে উঠে আসতে পারে বলে খবর৷

কেননা শতবর্ষের পুরনো এই ক্লাবের কলকাতা লিগের পঞ্চম স্থানে উঠে আসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক৷ চার দশকের এমন দুরাবস্থার কথা মাথায় রেখেই দলের অন্দরে শুরু হয়েছে বিভাজন৷ গৃহযুদ্ধের পরিস্থিতিও তৈরি হয়েছে বলে খবর৷ আজ কর্মসমিতির বৈঠক বৈঠকে তারই ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে ময়দান সূত্রে খবর৷ ইতিমধ্যেই বিনিয়োগকারী সংস্থার নিয়োজিত কোচের গলদ রয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে৷ অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার ফলেই দলে ব্যর্থতা এসেছে বলেও অনেকে মনে করছেন৷ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুটবলারদের আমন্ত্রণ ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ চলতি সিজিনে নতুন করে শক্তিশালী দল করতে না পারার পিছনে কর্মকর্তাদের দায়ী করেছেন সমর্থকদের একাংশ৷

এছাড়াও ক্লাবের কর্মকর্তারা মিডিয়ার সামনে কোচের সমালোচনা করেছেন৷ এই নিয়েও নানা মহল থেকে অভিযোগ উঠছে৷ শতবার্ষিকী অনুষ্ঠানে ইউ বি গ্রুপকে প্রাধান্য দেওয়া ঘিরেও তৈরি হয়েছে জল্পনা৷ মাঠে সঠিক পরিচর্যার অভাবকে অনেকাংশে দায়ী করা হয়েছে৷ টেকনিক্যাল কমিটির তুলে দেওয়া নিয়ে নিয়েও জারি জটিলতা৷ এবার দেখাও আজ কর্মসমিতির বৈঠকে সেই বিদ্রোহ কতটা মেটাতে পারে লাল-হলুদ শিবির৷

Around The Web

Trending News

You May like