কলকাতা: ইস্ট বেঙ্গলের শতবর্ষে জীবনকৃতি সম্মান পাচ্ছেন মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলি। ক্লাবের কর্মসমিতির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এমনই সিদ্ধান্ত নিয়েছেন। শতবার্ষিকী নিয়ে শীর্ষ কর্তাদের সভায় সরকারিভাবে শিলমোহর পড়বে।
দুই ফুটবলারই ইস্ট বেঙ্গলের কার্যত ঘরের ছেলে হিসাবে পরিচিত। তবে দুই জনেই খেলেছেন মোহন বাগানে। খেলা ছাড়ার পর তাঁরা ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গেই মূলত যোগাযোগ রেখে চলেন। মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গাঙ্গুলি দুই জনেই প্রাক্তন ইস্ট বেঙ্গল অধিনায়ক। দেশের অধিনায়কত্ব করেছেন ভাস্কর ও মনা। ১৯৮২ সালের এশিয়ান গেমসের অধিনায়ক ভাস্কর। ১৯৮৯ সালে বাংলাদেশের আমন্ত্রণী টুর্নামেন্টে মনোরঞ্জন অধিনায়কত্ব করেন। ইস্ট বেঙ্গলের এক প্রভাবশালী কর্তা বলেন,‘ ইস্ট বেঙ্গলকে অনেক খেলোয়াড়ই গর্বিত করেছেন। কিন্তু ওই দুই জনের ভূমিকা গত পঞ্চাশ বছরে সবথেকে অর্থবহ। ১৯৮০ সালে সাত বিদ্রোহী মহমেডানে চলে গেলেও মনা যাননি। নিজে পেমেন্ট নিয়েছেন পরে। দল পুনর্গঠন করতে ঝাঁপিয়েছেন।