কলকাতা: ভুবনেশ্বরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত সুপার কাপ এক ‘মহা প্রহসনে’ পরিণত হয়েছে। কোনও দিন খেলা হয়। আবার অনেকদিনই খেলা হয় না। গত রবিবার চেন্নাই সিটি এফসি ৩-১ গোলে আইএসএলের দল এফসি পুনে সিটি’কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আই লিগের পর সুপার কাপেও ঝলসে উঠেছেন পেড্রো মানজি।
আবার সোমবার রাতে কলকাতার এটিকে শেষ ১৫ মিনিট দুরন্ত ফুটবল খেলে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল কাশ্মীরকে। ভুবনেশ্বরে পরপর দু’দিন খেলা হলেও মঙ্গলবার আবার সুপার কাপের প্রি- কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি ও চার্চিল ব্রাদার্সের ম্যাচ হল না। মোহন বাগান, ইস্ট বেঙ্গলের সঙ্গে তাল মিলিয়ে চার্চিল ব্রাদার্স ভুবনেশ্বরে যায়নি। বুধবার ছিল নেরোকা এফ সি এবং নর্থ-ইস্ট ইউনাইটেডের ম্যাচ। মঙ্গলবার নেরোকা ম্যানেজার্স মিটিং বয়কট করায় সুপার কাপ এখন ‘সুপার তামাশায়’ পরিণত হয়েছে।