কলকাতা: ডার্বি হারে না মোহনবাগান! সবুজমেরুন সমর্থকদের মিথ গুড়িয়ে রবিবাসরীয় যুবভারতীতে জবির দাপট দেখাল লাল-হলুদ৷ জনি-জবি ছাড়ায় বাগানের নৌকো ডুবল ইস্টবেঙ্গলের ঝড়ে৷ এ দিন দুরন্ত খেললেন চুলোভা৷ সনিকে নড়তে না দিয়ে জোঁকের মতো লেগে থাকেন হাইতিয়ান ম্যাজিশিয়ান৷
৭ মিনিটের মাথায় ডানমাওয়াইয়ার শট সরাসরি শিল্টনের হাতে চলে যায়। ১৯ মিনিটের মাথায় কিমকিমা ও শিল্টনের ভুল বোঝাবুঝিতে সুযোগ পান জবি। কিন্তু গোল হয়নি। অন্যদিকে যে দু-একবার মোহবাগান আক্রমণে উঠল, তা সনির পা থেকে। কিন্তু সুযোগ মিস করলেন ডিকা-কিসেকা৷ ৩৫ মিনিটের মাথায় কিংসলের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে ঠিকানা লেখা ক্রস বাড়ালেন কোলাডোর জন্য। বল ডিফেন্ডারকে পরাস্ত করে আগুয়ান শিল্টনের বাঁদিক দিয়ে বল জালে জড়িয়ে দেন কোলাডো। এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷
৪১-৪২ মিনিটের মাথায় পরপর দুটো কর্নার পেয়েও গোলের মুখ খুলতে পারেনি বাগান৷ ৭৫ মিনিটের মাথায় দেখা গেল জবি ম্যাজিক। কর্নার থেকে লালরিন্ডিকার মাপা ক্রস প্রথম পোস্ট থেকে হেড করে দ্বিতীয় পোস্ট দিয়ে জড়িয়ে দিলেন জালে। ইস্টবেঙ্গল এগিয়ে গেল ২-০ গোলে। ভারতীয় গোলস্কোরারদের মধ্যে ৮ গোল করে শিখরে জবি। ডার্বিতে গোল করা যেন জল-ভাত করে ফেলেছেন কেরলের এই তরুণ। পরের মুহূর্তেই ডিকার শট দারুণ বাঁচান রক্ষিত ডাগর৷