মকর সংক্রান্তির দিনে থাই স্যুপ খাবেন না কি?

শীত এলেই খেতে ভালো লাগে এমনই একটি খাবার হচ্ছে থাই স্যুপ। রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপ পরিবারের সবাই মিলে বাড়িতেইও খাওয়া যাবে। উপকরণ: চিকেন স্টক ৮ কাপ, ছোট চিংড়ি মাছ ১কাপ, মুরগির মাংস ছোট করে কাটা ১কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, ডিমের কুসুম ৪টি, লেমন গ্রাস ১০ টুকরো, কর্নফ্লাওয়ার ২চা চামচ, লেবুর রস ১/২ চা

মকর সংক্রান্তির দিনে থাই স্যুপ খাবেন না কি?

শীত এলেই খেতে ভালো লাগে এমনই একটি খাবার হচ্ছে থাই স্যুপ। রেস্টুরেন্টের স্বাদে থাই স্যুপ পরিবারের সবাই মিলে বাড়িতেইও খাওয়া যাবে।

উপকরণ: চিকেন স্টক ৮ কাপ, ছোট চিংড়ি মাছ ১কাপ, মুরগির মাংস ছোট করে কাটা ১কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, ডিমের কুসুম ৪টি, লেমন গ্রাস ১০ টুকরো, কর্নফ্লাওয়ার ২চা চামচ, লেবুর রস ১/২ চা চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা লঙ্কা ৪টি, নুন স্বাদমতো।

প্রণালী: প্রথমে মুরগির স্টক তৈরি করে নিন, একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ জলে একটু নুন দিয়ে সিদ্ধ করুন। জল শুকিয়ে আট কাপ হলে নামিয়ে ছেঁকে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =