বাসমতী চাল রপ্তানি বন্ধ! কোন ভিত্তিতে সিদ্ধান্ত নিল কেন্দ্র

নয়াদিল্লি: বাসমতী চাল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, এবার থেকে বাসমতী চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এটি নির্ভর করছে চালের দামের ওপর। অর্থাৎ নির্দিষ্ট দামের ঊর্ধ্বে বাসমতী চালের ক্ষেত্রে রপ্তানিতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। রবিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার।
জানানো হয়েছে, বিদেশের বাজারে ১ হাজার ২০০ ডলারে কম দামে বিক্রি হওয়া বাসমতী চালে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দামের ঊর্ধ্ব চালের ক্ষেত্রে রপ্তানিতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? জানা গিয়েছে, সুগন্ধি বাসমতী চালের রপ্তানির ক্ষেত্রে যে যে নিয়ম প্রযোজ্য হয়, সেই নিয়মের আওতায় বাসমতী ছাড়াও অন্য চাল রপ্তানি করা হচ্ছিল দেশের বাইরে। গোপন সূত্রে এমনটাই জানতে পেরেছিল কেন্দ্র। তাই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বাসমতী সাদা চাল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সস্তার বাসমতী চালেও জারি নয়া নিয়ম।