বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী

কলকাতা: টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে টলি পাড়ার আনাচে কানাচে৷ এ বছরের শেষে এনগেজমেন্ট এবং আগামী বছরের শেষ দিকে হয়তো বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ঋতাভরী। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েই মাত্র ছ’মাসের আলাপ ডাক্তার-বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন তিনি। পেশায় মনোবিদ তথাগতর পারিবারিক ব্যবসা রয়েছে৷ দু’জনেই দীর্ঘ দিন ধরে সমাজসেবার কাজ করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী সবসময় অ্যাক্টিভ হলেও, সেখানে তাঁর সম্পর্কের বিষয়ে কোনও দিন কিছু বলেননি নায়িকা৷ এমনকি টলি পাড়ার খুব কম মানুষই তাঁদের সম্পর্কের বিষয়টি জানেন৷ বারবারই বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে, ব্যক্তিগত বিষয়ে তিনি কিছু বলতে চান না বলে এড়িয়ে যান।

মার্চ-এপ্রিল নাগাদ বেশ অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন ঋতাভরী। অবশ্য এখন তিনি একদম ফিট এবং সেপ্টেম্বর মাস থেকে পুরোদস্তুর কাজ শুরু করবেন৷ এর মাঝেই কৃতী ছাত্রী ঋতাভরী পেয়েছেন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার শংসাপত্র৷ এর আগে অনেক সময়ই ঘনিষ্ঠমহলে তিনি তাঁর ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা প্রকাশ করেছেন। ভ্রমণপ্রিয় নায়িকার ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নানা দেশ-বিদেশে ভ্রমণের ছবি ফুটে ওঠে৷ এবার তিনি নিজের বিয়ের জন্য কোন ডেস্টিনেশন বেছে নেন সেটাই দেখার।

বিয়ের প্রস্তুতি নিতে নিতেই কেরিয়ার নিয়েও জোরকদমে এগোচ্ছেন ঋতাভরী। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়ে অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে ‘এফআইআর’ ছবিতে অভিনয় করেছেন তিনি৷ এই ছবির শুটিং করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাতেও তিনি ছবির শুটিং শেষ করেন৷ ‘থপ্পড়’ খ্যাত অভিনেতা পাভেল গুলাটির সঙ্গে মিউজিক ভিডিও ‘সাওন’ করেছেন ঋতাভরী। অভিনেত্রী, গায়িকা রূপে ঋতাভরীকে সকলে দেখে ফেলেছেন৷ এবার প্রযোজক ঋতাভরীকেও পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 20 =