নয়া ভূমিকায় বাদামকাকু, অভিনয় জগতে আসতে চলেছেন ভুবন বাদ্যকার

নয়া ভূমিকায় বাদামকাকু, অভিনয় জগতে আসতে চলেছেন ভুবন বাদ্যকার

কলকাতা:  তিনি যা করেন, তাই ভাইরাল হয়। নেটিজেনদের কাছে তিনি বাদামকাকু হিসেবে পরিচিত হলেও ভুবন বাদ্যকারের জীবন কোনও রূপকথার গল্প থেকে কোনও অংশে কম নয়। মাটির বাড়ি, সাইকেলে করে কাঁচা বাদাম বিক্রি থেকে এখন তিনি রাজপ্রাসাদের মতো বাড়ি ও গাড়ির মালিক তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, অভিনয় জগতে পা রাখতে চলেছে নেটিজেনদের বাদাম কাকু। 

ভাইরাল বাদামকাকু যাত্রাপালায় অভিনয় করতে চলেছেন। সম্প্রতি একটি যাত্রার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই অভিনেতা হিসেবে রয়েছে ভুবন বাদ্যকারের ছবি। অন্যদিকে, একটি ভিডিও বার্তার মাধ্যমে বাদামকাকু যাত্রাপালায় অভিনয়ের কথা জানিয়েছেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই বছরই ভুবন বাদ্যকারকে দেখা যাবে যাত্রার মঞ্চে। আয়োজকরা জানিয়েছেন, যাত্রাপালা  প্রায় হরিয়ে গিয়েছে। তাই যাত্রাপালায় নতুন চমক আনতে সেলিব্রেটি মুখ ব্যবহার করা হয়েছে। 

গত বছরে ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানটি ভাইরাল হয়। সেই গানের গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমায়। দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের পাশাপাশি অনেক বিদেশিকে এই গানের সঙ্গে রিল করতে দেখা যায়। তারপর থেকেই ভুবন বাদ্যকার যা করেন, সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল হয়ে যায়। মাটির বাড়ি, এঁদো রাস্তায় সাইকেল চালিয়ে কাঁচা বাদাম বিক্রি করার জীবন এখন অতীত। 

তাঁর রাজপ্রাসাদের মতো বাড়িও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। সেই খবরেও চিন্তিত হয়ে পড়েন নেটিজেনরা। তাঁকে ভোটের প্রচারেও দেখতে পাওয়া যায়। তিনি তৃণমূলের এক প্রার্থীর হয়ে প্রচার করেন। সেই সময় গুঞ্জন ওঠে, ভুবন বাদ্যকার এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ভুবন বাদ্যকার। তিনি বলেন, তিনি এখন সেলিব্রেটি। তাই ভোটের প্রচারের জন্য তাঁকে ডাকা হয়। তবে তিনি জানিয়েছেন, মানুষের আশীর্বাদে তিনি এখন এখানে পৌঁচেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 20 =