বর্ষায় এমন ড্রেস পড়ে তাক লাগান সবাইকে! কাঁদা-জলও লাগবে না

কলকাতা: বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়া মানে বৃষ্টি, জমা জল বা কাদা ছিঁটে পোশাকের দফারফা৷ আর জামাকাপড় একবার ভিজে গেলে আর শোকানোর নাম নেই৷ তাহলে…

WhatsApp Image 2024 08 05 at 4.09.19 PM

কলকাতা: বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়া মানে বৃষ্টি, জমা জল বা কাদা ছিঁটে পোশাকের দফারফা৷ আর জামাকাপড় একবার ভিজে গেলে আর শোকানোর নাম নেই৷ তাহলে বর্ষার মধ্যে কেমন হওয়া উচিত স্টাইল স্টেটমেন্ট৷ কোন পোশাক পড়লে আপনাকেও স্টাইলিস দেখাবে আর পোশাকেরও বারোটা বাজবে না৷ ফ্যাশন ডিজাইনাররা বলছেন সুতির পোশাক সারা বছরের জন্যই পরা ভাল। যেহেতু এই সময়ও ভ্যাপসা গরম থাকে, তাই আরামের কথা মাথায় রাখলে সুতি ভাল। তবে এই সময় বৃষ্টিতে ভেজার ঝুঁকিও থাকে তাই প্রয়োজনে রেয়নের কুর্তি বা টপও বাছতে পারেন৷

জিন্‌সের প্যান্ট বা পোশাক কিন্তু এ সময় বাদ দেওয়াই ভাল। কারণ, বৃষ্টিতে ভিজলে প্যান্ট শুকাবে না। জল-কাদার ছোঁয়া এড়াতে এমন মরসুমে বেছে নিতে পারেন হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের রকমারি পোশাক। হাঁটুর উপর পর্যন্ত কো-অর্ডস বেছে নিতে পারেন বর্ষার জন্য। এছাড়াও কুলটস বা থ্রি কোয়ার্টার প্যান্ট বেছে নিতে পারেন। পরতে পারেন ক্যাপ্রিও। বর্ষার দিনে স্নিকার বা উঁচু হিলের জুতো না পরাই ভাল। স্নিকার ভিজলে শুকাবে না। তার চেয়ে বরং রবারের জুতো ব্যবহার করুন৷