এবার পুজোয় হিট ‘রিভার্স কাঁথা শাড়ি’! কোথায় পাবেন?

কলকাতা: এই শাড়ি তৈরি করতে সময় লাগে একমাস দু’মাস। কখনও আবার তিন মাস। সম্পূর্ণ হাতে তৈরি হয় এই শাড়ি। ব্যবহার করা হয় না কোনও আধুনিক…

Picsart 24 08 13 23 26 49 814

কলকাতা: এই শাড়ি তৈরি করতে সময় লাগে একমাস দু’মাস। কখনও আবার তিন মাস। সম্পূর্ণ হাতে তৈরি হয় এই শাড়ি। ব্যবহার করা হয় না কোনও আধুনিক প্রযুক্তি। হাতের ছোঁয়া, শৈল্পিক ভালবাসা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে ফুটে ওঠে, অসাধারণ চিত্র। বাঁকুড়ার দুর্গাপুজোর ট্রেন্ডিং শাড়ি রিভার্স কাঁথা স্টিচ, তৈরি হচ্ছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে।

এই শাড়ি তৈরি করছেন কাবেরী ব্যানার্জি, সহযোগিতা করছেন স্বনির্ভরতার পথে অগ্রসর একাধিক যুবতী এবং মহিলারা।

আচ্ছা নামটা কেন রিভার্স? কাপড়ের ওপর একজন চিত্রশিল্পী বিভিন্ন ধরনের নকশা অঙ্কন করেন। তারপর সেই নকশা ধরে নকশার ভিতরটি বাদ দিয়ে স্টিচ করা হয় বাইরের বেশিরভাগ অংশ। যার জন্য সময় লাগে বিপুল। নির্ভর করছে ঠিক কতজন সেলাই করছেন তার ওপর। ট্রেনার কাবেরী ব্যানার্জি বলেন, “এই মুহূর্তে আমি এখন কুড়িজন মহিলাকে শেখাচ্ছি, তারাই রিভার্স কাঁথা স্টিচের কাজ করে থাকেন। মজুরির উপর দাম নির্ভর করে। সর্বনিম্ন ৩০০০ টাকা থেকে শুরু এই শাড়ির দাম।”

আপনার কালেকশনেও রাখতেই পারেন এই শাড়ি। রিভার্স কাঁথা স্টিচের শাড়িতে এবার পুজোয় আপনিও হয়ে উঠতে পারেন অনন্যা।