পুজোয় নজর কাড়বে এই ৪ শাড়ি! আপনার কালেকশনে মাস্ট

কলকাতা: পুজোর সময়ে কোন কোন শাড়ির জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, তা মাস কয়েক আগে থেকেই বোঝা যায়। কারণ ডিজাইনারদের কাছে ইতিমধ্যেই নানা নকশার চাহিদা থাকে। এবার…

Picsart 24 08 18 04 31 06 200

কলকাতা: পুজোর সময়ে কোন কোন শাড়ির জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, তা মাস কয়েক আগে থেকেই বোঝা যায়। কারণ ডিজাইনারদের কাছে ইতিমধ্যেই নানা নকশার চাহিদা থাকে। এবার এরকমই ৪ শাড়ির ডিমান্ড থাকবে পুজোয় আকাশছোঁয়া।

১/- এই সময়ে বালুচরির কেমন ধরনের ডিজাইন বেশ ট্রেন্ডিং, সেদিকে নজর রাখুন। কারণ, খাঁটি বালুচরি সিল্কের শাড়ি এবার পুজোতেও ফ্যাশনে নজর কাড়বে। বাংলার বালুচরি শাড়ি প্রত্যেক মহিলারই ভারী প্রিয়। পুজো বা যে কোনো অনুষ্ঠান হলে তো কথাই নেই।

২/- প্রতিবার পুজোতেই জামদানি শাড়ির চাহিদাও থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হবে না। জরির কারুকার্য করা জামদানি থেকে শুরু করে সুতোর এমব্রয়ডারি করা শাড়ি, সব ধরনের নকশারই বিশেষ গুরুত্ব থাকবে পুজোয়। তাই আপনিও এখন থেকে জামদানির কালেকশনের দিকে নজর রাখুন।

৩/- হাতে আঁকা শাড়ির চাহিদাও তুঙ্গে। পুজোর সময়েও এমন ধরনের শাড়ি বাজার কাঁপাবে বলে মনে করছেন ফ্যাশন এক্সপার্টরা। পটচিত্র শিল্পের শাড়ি এক্ষেত্রে আপনার কালেকশনে রাখতে পারেন।

৪/- বাংলার ফ্যাশনের অন্যতম জনপ্রিয় এমব্রয়ডারি ওয়ার্ক কাঁথাস্টিচ। প্রত্যেকবার এর মতো এবারেও পুজোর কালেকশনে কাঁথাস্টিচ শাড়ি রাখতেই পারেন। এমন শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠবে অনন্য।