গলছে বরফ, বাড়ছে সমুদ্রের জলস্তর, তবে কি এটাই শেষের শুরু?

Sea level rising গ্লোবাল ওয়ার্মিং, বা বিশ্ব উষ্ণায়ন, আধুনিক যুগের অন্যতম গুরুতর পরিবেশগত সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানবজাতির সামনে একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত…

Climate change impact

Sea level rising

গ্লোবাল ওয়ার্মিং, বা বিশ্ব উষ্ণায়ন, আধুনিক যুগের অন্যতম গুরুতর পরিবেশগত সমস্যা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মানবজাতির সামনে একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে সমুদ্রের জলস্তর৷ আজ থেকে ৫০০ বছর পর পৃথিবীর পরিণতি কী হতে চলেছে, তা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে৷ শেষের শুরু দেখতে শুরু করেছেন তাঁরা৷ (Climate change impact)

Climate change impact

বিজ্ঞানীরা বলছেন, ২৫০০ সালে পৌঁছনোর পর দেখা যাবে পৃথিবীর দুই মেরু বরফ শূন্য হয়ে গিয়েছে৷ সমুদ্রের জলস্তর বেড়েছে গিয়েছে প্রায় ৭৬০০ মিটার৷ চারিদিকে শুধু নীল জল৷ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বদলে যাবে মানব জীবন৷ সেই সময় জলের উপর ভেসে থাকা জীবনে কাল্পনিক হয়ে দাঁড়াবে ‘ডাঙা’ শব্দটি৷

Global warming predictions

বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর উত্তর ও দক্ষিণ উভয় মেরুতেই ব্যাপক ভাবে বরফের গলন শুরু হয়েছে। যা সমুদ্রে জলস্ফীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ যদিও পৃথিবীর ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে অনেক দিন আগে থেকেই কল্পনা করতে শুরু করেছিল মানুষ৷ ১৯৯৫ সালে গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাব নিয়ে হয়েছিল ‘ওয়াটারওয়ার্ল্ড’৷ সেই কল্পবিজ্ঞানই যেন বাস্তবের রূপ নিতে চলেছে৷

Environmental crisis

গত তিন দশকে পৃথিবীর গড় তাপমাত্রায় যে পরিবর্তন এসেছে, গত আড়াই হাজার বছরে তার নজির নেই বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷ প্রতি ঘণ্টায় গ্রিনল্যান্ড আইস শিটে ৩০ মিলিয়ন টন করে বরফ গলে যাচ্ছে৷ ১৯৯৩ থেকে ২০২৪- এই ৩০ বছরে সমুদ্রের জলস্তরের উচ্চতা বেড়েছে প্রায় ১০ সেন্টিমিটার৷ গ্লোবাল ওয়ার্মিং ও তার প্রভাব সম্পর্কে গত কয়েক মাসে একাধিক সেমিনারে বিজ্ঞানীরা যে ইঙ্গিত দিয়েছেন, তাতে ফুটে উঠেছে ‘শেষের ছবি’৷

Global warming

১৮৮০ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখতে শুরু করেন বিজ্ঞানীরা৷ ১৮৮০ সাল থেকে শুরু হয় সমু্দ্রের জলস্তরের ডেটা সংরক্ষণের কাজ৷ একেবারে শুরুতেই দুটি বিষয় বিজ্ঞানীদের নজর কেড়েছিল৷ প্রথমত- বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি৷ দ্বিতীয়ত- তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জলস্তর উচ্চতা৷ বিজ্ঞানীরা জানাচ্ছে, যদি শুধুমাত্র দক্ষিণ মেরুর থোয়েটস হিমবাহ গলে যায়, তাহলেই সমুদ্রের জলস্তর ৩ মিটার বেড়ে যাবে৷ তাঁদের ভবিষ্যদ্বাণী- বর্তমান যা পরিস্থিত, যে ভাবে বরফ গলছে, তাতে সব কিছু ঠিক করে ফেলা মোটেও সহজ কাজ নয়৷

Global warming effects

জলস্তর বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক হলেও, এই বিষয়ে সম্পূর্ণ নতুন একটি আঙ্গিক তুলে ধরেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যর অধ্যাপক এবং সমুদ্র বিজ্ঞানী সুগত হাজরা৷ তিনি বলেন, এর আগেও জলস্তর বেড়েছে৷ সেটি প্রকৃতি সামলেও নিয়েছে৷ তবে আমরা দেখছি এখন সমুদ্রের ৭০০ মিটার গভীরতা পর্যন্ত গরম থাকছে৷ যা অত্যন্ত বিপজ্জনক৷ ওই সমস্যা সমাধানের ‘ওয়ে আউট’ খুঁজে পাওয়াই চ্যালেঞ্জ৷

Environmental impact

সুন্দরবন নিয়েও আশঙ্কার কথা শুনিয়েছেন তিনি৷ সুগত হাজরা বলেন, একদিকে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বসে যাচ্ছে সুন্দরবনের মাটি৷ ফলে পশ্চিমবাংলার এই ব-দ্বীপ অঞ্চল জোড়া বিপদের সম্মুখীন৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পূর্ণবসু চৌধুরীর কথায়, এবার সকলকে সচেতন হতে হবে৷ গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমানোর দায়িত্ব নিতে হবে সকলকে৷

আরও পড়ুন-

রহস্যময় বস্তু বিপুল বেগে ধেয়ে আসছে! মহাপ্রলয়ের মুখে পৃথিবী?

দুর্যোগ রুখতে অবশেষে নড়েচড়ে বসল কেন্দ্র! আসছে ‘গ্রিন প্রোটেকশন’ সিস্টেম

মারাত্মক বিপদের মুখে ভারত! টাল খেয়ে গেছে পৃথিবী

এ তো সাক্ষাৎ যম! দিল্লি থেকে সৌদি আরব, তাপদাহে মৃত্যু মিছিল অব্যাহত

মারাত্মক বিপদের মুখে ভারত! টাল খেয়ে গেছে পৃথিবী

Environment: The melting polar ice caps are causing sea levels to rise, signaling a potential environmental crisis. Learn about the alarming future predictions for 2500, the impact on the Sundarbans, and the urgent need to reduce greenhouse gas emissions.